গাড়ি থামাতে বলায় TMC কাউন্সিলরের তাণ্ডব, মারধর সিভিক ভলান্টিয়ারকে, গ্রেফতার ৫

গাড়ি থামানোয় সিভিক ভলান্টিয়ারকে নিগ্রহের অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূল কাউন্সিলরসহ ৫ জন। শুক্রবার সকালে রানাঘাটের মিশন গেটের ঘটনা। গ্রেফতার হয়েছেন কল্যাণী পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর লক্ষ্মী ওঁরাও।

শুক্রবার কল্যাণী থেকে কৃষ্ণনগর যাচ্ছিলেন কল্যাণী পুরসভার তৃণমূল কাউন্সিলর লক্ষ্মী ওঁরাও। রানাঘাট ঢোকার আগে ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর মিশন গেট এলাকায় যানজট থাকায় তাদের গাড়ি থামাতে বলেন সিভিক ভলান্টিয়ার। অভিযোগ গাড়ি থামাতে বলায় বেজায় ক্ষুব্ধ হন লক্ষ্মী ওঁরাও। গাড়ি থেকে বেরিয়ে চিৎকার শুরু করে দেন তিনি। ছুটে যান সিভিক ভলান্টিয়ারের দিকে। এর পর তাঁকে মারধর করেন কাউন্সিলর ও তাঁর সঙ্গে গাড়িতে থাকা ৪ ব্যক্তি। উপস্থিত জনতা সেই ঘটনার ভিডিয়ো রেকর্ডিং করে। যা ইতিমধ্যে ছড়িয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

পরিস্থিতি বেগতিক বুঝে এর পর এলাকা ছাড়েন লক্ষ্মী ওঁরাও। ওদিকে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন সিভিক ভলান্টিয়ার। কিছুক্ষণের মধ্যে অভিযুক্ত কাউন্সিলর ও তাঁর ৪ চামচাকে গ্রেফতার করেন পুলিশ আধিকারিকরা। শুক্রবার তাদের আদালতে পেশ করে পুলিশ। রানাঘাট আদালত থেকে জামিনে মুক্তি পান ৫ জন।