দুবাই এয়ারশো:  উন্মুক্ত উড়োজাহাজের প্রদর্শনী

অ্যাভিয়েশন খাতের সবচেয়ে বড় আসর দুবাই এয়ারশো শুরু হচ্ছে ১৩ নভেম্বর থেকে। দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রালে এ আয়োজন চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। পুরো আয়োজনে নির্মাতা প্রতিষ্ঠানগুলো তাদের উড়োজাহাজ প্রদর্শন করবে। একই সঙ্গে আকাশে ডিসেপ্লে হবে উড়োজাহাজের স্ট্যাটিক প্রদর্শনী।

প্রতিদিন সাধারণ মানুষ দেখার সুযোগ পাবেন উড়োজাহাজ ওড়ার নৈপুণ্য প্রদর্শনী। স্কাইভিউয়ের দর্শকরা রানওয়ে থেকে সমস্ত লাইভ অ্যাকশন দেখতে পারবেন। যেখানে বিশ্বের সেরা পাইলটরা অত্যাধুনিক সামরিক বিমান, বিলাসবহুল প্রাইভেট প্লেন এবং সবচেয়ে বড় বাণিজ্যিক বিমান আকাশে ওড়াবেন।

উড়ন্ত দলের মধ্যে রয়েছে ফ্রেস ট্রাইকোলোরি, ইতালীয় বিমান বাহিনীর অ্যারোবেটিক ডেমোনস্ট্রেশন দল, ফুরসান আল ইমারাত, সংযুক্ত আরব আমিরাতের বিমান বাহিনীর অ্যারোবেটিক ডিসপ্লে দল, সারাং, ভারতীয় বিমান বাহিনীর হেলিকপ্টার এয়ার ডিসপ্লে দল, চীনা বিমান বাহিনীর অ্যারোবেটিক ডেমোনস্ট্রেশন দল।

দুবাই এয়ারশো হল গ্লোবাল অ্যারোস্পেস এবং ডিফেন্স ক্যালেন্ডারের উল্লেখযোগ্য আয়োজন। আকাশ এবং মহাকাশের বাস্তব জীবনের সুপার হিরোদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন সাধারণ মানুষও। পাইলট এবং মহাকাশচারীদের প্রতিদিনের উপস্থিতি, মিলিটারি ব্যান্ড এবং লাইভ ডিজে থেকে লাইভ বিনোদন। মিলিটারি এবং পুলিশ ইউনিটগুলোও তাদের সংগ্রহ এবং দক্ষতা প্রদর্শন করবে দুবাই এয়ারশোতে।

আয়োজকরা জানিয়েছেন, আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বসার ব্যবস্থা রয়েছে। দর্শকরা মেট্রো এবং বিনামূল্যে শাটল বাস ব্যবহার করে ভেন্যুতে আসতে পারবেন। ইবনে বতুতা মেট্রো স্টেশন থেকে সরাসরি দুবাই এয়ারশো সাইটে আসা যাবে। ইবনে বতুতা মেট্রো স্টেশন থেকে স্কাইভিউ পর্যন্ত প্রথম শাটল বাসটি সকাল ১১টায় ছেড়ে যাবে এবং স্কাইভিউ থেকে ইবনে বতুতা মেট্রো স্টেশনে ফেরার শেষ শাটল বাসটি সন্ধ্যা ৭টায় ছেড়ে যাবে।

গ্র্যান্ডস্ট্যান্ড ১৩ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত স্থানীয় সময় দুপুর ১টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত খোলা থাকবে  সাধারণ মানুষের জন্য।