Jute Mill collapsed: হাওড়ায় ভেঙে পড়ল ৪০০ বছরের পুরনো জুটমিলের ছাদ, শ্রমিকদের আটকে থাকার আশঙ্কা

সাত সকালে দুর্ঘটনা। ভেঙে পড়ল ৪০০ বছরের পুরনো জুট মিলের ছাদ। যার জেরে বেশ কয়েকজন শ্রমিক ভগ্নাংশের তলায় আটকে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই দুজনকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে হাওড়ার ঘুসুরিতে। ৪ শতাব্দী প্রাচীন ওই জুটমিলের নাম হনুমান জুট মিল। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় উদ্ধারকাজে নেমেছে পুলিশ এবং দমকল।

আরও পড়ুন: কালীপুজোর আগে সাতসকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড হাওড়ার জুটমিলে, বাড়ছে আতঙ্ক

জানা গিয়েছে, ২০০০ বর্গফুট জুড়ে অবস্থিত এই জুট মিলে এদিন সকালে শ্রমিকদের শিফট বদল হওয়ার সময় আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ছাদ। সেই সময় বেশ কয়েকজন শ্রমিক জোট মিলের ভিতরে ছিলেন বলে দাবি শ্রমিকদের। ছাদ ভেঙে পড়ার ফলে ৩ জন সেখানে আটকে পড়ে বলে তাঁদের আশঙ্কা। নিখিল নামে ২৩ বছরের এক শ্রমিক এবং তাঁর ভাইয়ের এখনও পর্যন্ত কোনও খোঁজ পাওয়া যায়নি। তাঁরা জুটমিলের ভিতরে ছিল বলে দাবি করছেন শ্রমিকরা। যে দুজনকে উদ্ধার করা হয়েছে তাদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। অন্যদিকে, যে শ্রমিকরা এখনও নিখোঁজ রয়েছেন এদিন সকালে তাঁদের বাড়ি ফেরার কথা ছিল বলে জানা গিয়েছে । কিন্তু তার আগেই এরকম দুর্ঘটনা ঘটল জুট মিলে।

খবর পাওয়ার পরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। তৎপরতার সঙ্গে তারা ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা করছে। যেহেতু ছাদের একটা বড় অংশ ভেঙে পড়েছে তাই সেটি সরাতে সময় লাগবে বলে মনে করছেন আধিকারিকরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই জুট মিলটি অনেক পুরনো। তবে সেখানে ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হয় না। তার উপর পুরনো বিল্ডিংয়ের উপরে নতুন নির্মাণ করা হচ্ছে। সেই কারণে চাপ সইতে না পেরে সেটি ভেঙে পড়েছে। দুর্ঘটনার পর তিনজন কোনওভাবে প্রাণে বেঁচে যান। প্রত্যক্ষদর্শী এক শ্রমিক জানান, ‘আমাদের শিফট শেষ হয়ে গিয়েছিল। আমরা ডিউটি ছেড়ে বের হচ্ছিলাম সেই সময় ছাদ ভেঙে পড়ে। তবে কেউ ভিতরে ছেড়ে কিনা তা জানা নেই।’

হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠি জানান, ঘটনার পরে পুলিশ এবং বিপর্যয় মোকাবেলা দল তৎপরতার সঙ্গে সেখানে পৌঁছেছে। কেউ ভিতরে আটকে থাকলে তাদের উদ্ধার করাটাই প্রধান লক্ষ্য। তার জন্য তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ চালানো হচ্ছে। এখনও পর্যন্ত কেউ আটকে রয়েছে কিনা সে বিষয়ে সঠিক তথ্য নেই। তবে উদ্ধার কার্য দ্রুততার সঙ্গে চালানো হচ্ছে। এদিকে, ঘটনা পর সেখানে আসেন মালিক কর্তৃপক্ষ  ছাদ ভেঙে পড়ার ফলে জুট মিলের বহু যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।