‘শ্রীরাম ও রামমন্দিরকে ঘৃণা করেন কংগ্রেসের কিছু নেতা’, বিস্ফোরক দলীয় সদস্য আচার্য প্রমোদ কৃষ্ণম, খোঁচা হিমন্তর

বছর ঘুরলেই দেশে লোকসভা নির্বাচন। তার আগে, জানুয়ারিতেই অযোধ্যার রাম মন্দির জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। আর সেই রাম মন্দির ও শ্রীরামচন্দ্র প্রসঙ্গে এবার দলের অস্বস্তি বাড়িয়ে এক মন্তব্য করেন কংগ্রেস নেতা আচার্য প্রমোদ কৃষ্ণম। এক বিস্ফোরক মন্তব্যে তিনি দাবি করেছেন, তাঁর দল কংগ্রেসের মধ্যে কেউ কেউ রামকে ঘৃণা করেন। এদিকে, কংগ্রেস নেতার এই মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় ঝোড়ো পোস্ট করে হাত শিবিরের দিকে নিশানা তাক করতে ছাড়েননি বিজেপি নেতা তথা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

শুধু যে শ্রীরামচন্দ্র প্রসঙ্গে আচার্য প্রমোদ কৃষ্ণম মন্তব্য করেছেন, তাই নয়, একই সঙ্গে তিনি কংগ্রেসে ছেড়ে যাওয়ারও ইঙ্গিত দিয়েছেন। উল্লেখ্য, ২০১৪ ও ২০১৯ সালে কংগ্রেসের টিকিটে লোকসভা ভোট লড়েছিলে আচার্য প্রমোদ কৃষ্ণম। তিনি সদ্য সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘ যিনি শ্রীরামচন্দ্রকে ঘৃণা করেন তিনি হিন্দু হতে পারেন না। রাম মন্দির নির্মাণ স্থগিত করার চেষ্টার কথা সারা বিশ্ব জানে।’ একই সঙ্গে তিনি বলেন, ‘ কে রামকে ঘৃণা করে আর কে দেবতার ভক্ত, আমি মনে করি না এটি একটি রহস্য। কংগ্রেস সদস্য হওয়ার অর্থ এই নয় যে সত্য বলা যাবে না। আমি অনুভব করেছি যে কিছু কংগ্রেস নেতা আছেন যাঁরা রাম এবং রাম মন্দির উভয়কেই ঘৃণা করেন।’ এদিকে, আচার্য কৃষ্ণমের এই মন্তব্যের ভিডিয়ো ক্লিপ শেয়ার করে কংগ্রেসকে পাল্টা তোপ দাগতে ছাড়েননি বিজেপির হিমন্ত বিশ্বশর্মা। বিশ্বশর্মা আচার্য প্রমোদ কৃষ্ণমকে গান্ধী পরিবারের ঘনিষ্ঠ বলে দাবি করে ‘পরিবার অনুগত’ তকমা দিয়ে খোঁচার সুরে লেখেন, ‘প্রবীণ কংগ্রেস নেতা এবং পরিবারের অনুগত, আচার্য প্রমোদ জি আমি যা বলছি তা নিশ্চিত করেছেন- একটি নির্দিষ্ট ভোট ব্যাংকের ভয়ে, কংগ্রেসের শ্রী রামচন্দ্রের প্রতি ‘অ্যালার্জি ’ রয়েছে। 

আরও একধাপ এগিয়ে হিমন্ত বিশ্বশর্মা লেখেন, ‘প্রমাণ হল ভোটের আগে, আপনি তাদের নেতাদের এবং তথাকথিত হনুমান ভক্তদের শ্রী রাম জন্মভূমি বাদে প্রতিটি মন্দিরে যেতে দেখতে পাবেন।’ খোঁচার সুরে প্রমোোদ কৃষ্ণম লেখেন, ‘আমার চ্যালেঞ্জ হল- তাঁরা কবে রাম লল্লা বিরাজমান দেখতে যাবেন? আচার্যজির প্রতি আমার সহানুভূতি, প্রভু শ্রীরামের পক্ষে কথা বলার জন্য কংগ্রেসীরা তাঁকে গালি দেবেন।’এদিকে, এই বিষয়ে কংগ্রেসও তার অবস্থান স্পষ্ট করে। কংগ্রেসের তরফে অরবিন্দর সিং লাভলি বলেন,’ আচার্য প্রমোদ কৃষ্ণম যা বলেছেন তা তাঁর ব্যক্তিগত মতামত… কংগ্রেস সমস্ত ধর্মকে সম্মান করে৷’