রেললাইনে বসে মোবাইলে বিশ্বকাপ দেখতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত ২

মোবাইলের নেশা প্রাণ কেড়ে নিল ২ তরুণের। রেল লাইনে বসে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ দেখতে গিয়ে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। ট্রেনের ধাক্কায় মৃত্যু হল দুই তরুণের। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের কানপুরের সাচেন্দি এলাকায়। মৃত দুই তরুণের নাম আশিস কুমার (১৮) এবং সুভাষ কুমার (২০)। দুজনেই কানে ইয়ারফোন লাগিয়ে আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ম্যাচ দেখছিলেন। ফলে ট্রেন আসার বিষয়টি বুঝতে পারেননি দুজনেই। তাতেই দুজনের মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।   

আরও পড়ুন: ছিঁড়ল ওভারহেড তার, ব্রেক কষল ট্রেন, কামরার ভিতরে মৃত্যু ২ যাত্রীর

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায়। পুলিশের অতিরিক্ত কমিশনার বাহাদুর সিং রেল লাইনে বসে দুজনের ক্রিকেট ম্যাচ দেখার বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গিয়েছে , এদিন সন্ধ্যার সময় আশিস এবং সুভাষ মাঠে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিল। ফেরার পথে দুজনেই ক্রিকেট ম্যাচ দেখার জন্য কানপুর-ঝাঁসি রেললাইনের ওপর গিয়ে বসে। ওই রেল লাইনটি তাদের বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে অবস্থিত। দুজনের কানেই ছিল ইয়ারফোন। সেই সময় ঝাঁসির দিক থেকে একটি ট্রেন আসছিল। তবে ইয়ারফোনের কারণে তারা ট্রেনের হুইসেল শুনতে পাননি। আর তাতেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, আশিস ছিলেন হরিয়ানায় কর্মরত বিন্দা প্রসাদের একমাত্র ছেলে। 

পুলিশ জানিয়েছে, সুভাষ হলেন আশিসের মামা রাজেশের ছেলে এবং তার এক ভাই ও এক বোন আছে। রেললাইনের কাছেই তাদের কৃষিজমি আছে। আশিস সেনাবাহিনীতে যোগদানের প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানিয়েছেন গ্রামবাসীরা। রানিয়ায় একটি বেসরকারি চাকরির পাশাপাশি তিনি মাঠে কাজ করতেন। সুভাষও সেনাবাহিনীতে যোগ দিতে চেয়েছিলেন। দুজনেই অনুশীলনের জন্য একসঙ্গে দৌড়াতেন। দুজনের দেহ ময়নাতদন্তের শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত,  এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। গত সেপ্টেম্বরে প্রায় একই ধরনের ঘটনা ঘটেছিল বাংলার দক্ষিণ ২৪ পরগনার বজবজ শিয়ালদা শাখার আকড়া স্টেশন সংলগ্ন এলাকায়। রেল লাইনে বসে মোবাইল ফোনে গেম খেলছিলেন দুই যুবক। সেক্ষেত্রে দুজনের কানে ইয়ারফোন ছিল। সেই সময় রেললাইনে ট্রেন চলে আসে। তার ফলে ট্রেনের ধাক্কায় দুজনের মৃত্যু হয়।