Hyderbad godown fire: আগুনের ফুলকি পড়ল রাসায়নিক গোডাউনে, অগ্নিকাণ্ডে মৃত ৭, হায়দরাবাদে চাঞ্চল্য

দিওয়ালি মিটতেই ভয়াবহ অগ্নিকাণ্ড হায়দরাবাদে। সেখানে এক রাসায়নিকের গোডাউনে আগুন লাগার ফলে জীবন্ত পুড়ে মৃত্যু হল ৭ জনের। হায়দরাবাদের নামপল্লীর বাজারঘাট এলাকায় এই ঘটনা ঘটে। আশঙ্কা করা হচ্ছে, এই মৃতের সংখ্যা আরও বাড়তে  পারে। বেশ কিছু রিপোর্ট দাবি করছে, মৃতের সংখ্যা ৯ জন হয়েছে।

তেলাঙ্গানার হায়দরাবাের নামপল্লীর অগ্নিকাণ্ডে অগ্নিকাণ্ডটি ঘটে সকাল ৯.৩০ মিনিট নাগাদ। তারপরই অগ্নিস্ফুলিঙ্গ ছড়িয়ে পড়তে থাকে। নিমেষে আগুন লাগে গোডাউনে। উপস্থিত ৭ জনের তখনই মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, গোডাউনের গ্রাউন্ড ফ্লোরে কয়েকটি ড্রাম বোঝাই ছিল রাসায়নিক। আর তা থেকেই লেগে যায় আগুন। জানা গিয়েছে, সেখানে একটি গাড়ির মেরামতির কাজ চলছিল। গাড়ির কাজের জায়গা থেকেই একটি অগ্নিস্ফুলিঙ্গ নির্গত হতে থাকে। আর  সেই আগুনের ফুলকি গিয়ে সেখানে থাকা রাসানিককে জ্বালিয়ে দিয়েছে বলে অনুমান। তদন্তে নেমেছে প্রশাসন। ফাইবার প্লাস্টিকের ড্রামে জ্বালাময়ী রাসায়নিক ছিল। ফলে খুব কম সময়ের মধ্যে আগুন ছড়িয়ে যায়। যার ফলে প্রাথমিকভাবে ৬ জনের মৃত্যুর খবর আসে। সেই সংখ্যাটা বেলা গড়াতেই বেড়ে যায়।

( Gold and Silver Price Today: ভাইফোঁটার আগে কলকাতায় আজ সোনা-রুপোর দর কি স্বস্তি ফেরাল? একনজরে দেখে নিন দাম)

এদিকে. খবর দেওয়া মাত্রই দমকল পৌঁছয় ঘটনাস্থলে। এছাড়াও এনডিআরএফের দলকে একটি অ্যালার্ট পাঠানো হয়েছে। এনডিআরএফের দুটি দল সেখানে উপস্থিত হতে চলেছে। এলাকার ডিসিপি বলছেন, ‘ আমরা এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে এনে বিল্ডিংএ আটকে পড়া ২১ জনকে উদ্ধার করে ওসমানিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাই।’ উল্লেখ্য, আহতদের স্থানীয় ওসমানিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, জানা গিয়েছে, মৃতদের মধ্যে রয়েছে ২ শিশু। বাকি মৃতদের মধ্যে অনেকেরই বয়স ৫০ বছরের উপরে। মৃত্যু হয়েছে ৩৮ বছরের তুহারা ফরহিন ও ফয়জা নইমের। ৫ বছরের থুবা ও ১২ বছরের থুরুভার মৃত্যু হয়েছে। বাকি মৃতরা হলেন, মহম্মদ আজমক, রেহমান, মহম্মদ সুলতানা।