Jyotipriya Mullick: জ্যোতিপ্রিয় সুস্থ, স্থিতিশীল, সোমবার সকালে জানালেন প্রেসিডেন্সি জেলের সুপার

রেশন দুর্নীতিকাণ্ডে ইডি হেফাজত শেষে রবিবারই জেলযাত্রা হয়েছে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। জেলে যাওয়ার আগে আদালত চত্বরে নিজের অসুস্থতার কথা জানিয়েছিলেন জ্যোতিপ্রিয়। তবে সোমবার সকালে প্রেসিডেন্সি জেলের সুপার জানিয়েছেন, জ্যোতিপ্রিয় সুস্থ রয়েছেন। জেলের চিকিৎসকরা তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন।

রবিবার সন্ধ্যায় ব্যাঙ্কশাল আদালতের নির্দেশে জ্যোতিপ্রিয় মল্লিকের ৪ দিনের জেল হেফাজত হয়। এর পর তাঁকে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যার পর সেখানে পৌঁছন মন্ত্রী। প্রেসিডেন্সি জেলে পার্থ চট্টোপাধ্যায়ের পাশের সেলে রাখা হয়েছে তাঁকে। গোটা রাত মাটিতেই ঘুমাতে হয়েছে জ্যোতিপ্রিয়কে। 

এর পর সোমবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রেসিডেন্সি জেলের সুপার দেবাশিস চক্রবর্তী বলেন, ‘আপনারা যে জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয়ের কথা বলছেন তিনি সুস্থ আছেন, তিনি সংশোধনাগারের মধ্যেই আছেন। তাঁর অসুস্থতার রিপোর্ট আমাদের কাছে আছে। আদালতের তরফে তাঁর পুরনো অসুস্থতার যে রিপোর্ট আমাদের পাঠিয়েছে সেই অসুস্থতাগুলি তাঁর রয়েছে। গত রাতে তাঁকে বাড়ির খাবার দিতে নির্দেশ দিয়েছিল আদালত। আমরা আদালতের নির্দেশ মেনে তার অনুমতি দিয়েছি। জেলের চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি’। সুপার জানান, ‘জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা’

রবিবার সন্ধ্যায় আদালত থেকে বেরনোর সময় জ্যোতিপ্রিয় বলেন, ‘জেলে গেলাম, আর কী করব? ইডির থেকে তো মুক্তি পেলাম। এবার জেলে যাচ্ছি। অনেক কথা বলার আছে। পরে বলব। আমার বাম হাত ও পায়ে এফেক্ট হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়ার চেষ্টা করছি’। রবিবারও আদালতে জ্যোতিপ্রিয়র জামিনের আবেদন করেননি তাঁর আইনজীবীরা। বদলে তাঁকে সরকারি হাসপাতালে ভর্তি করানোর দাবি জানান তাঁরা। যদিও কম্যান্ড হাসপাতালের মেডিক্যাল রিপোর্ট ভেস্তে দেয় যাবতীয় পরিকল্পনা।