WC Semi final: ভারতের ম্যাচের আড়াই হাজারের টিকিট বিক্রি হচ্ছে লাখ টাকায়, ধৃত ২

কলকাতার ইডেনের পর এবার আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ম্যাচের টিকিটের ব্যাপক কালোবাজারি মুম্বইয়ে। আগামী বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে হতে চলেছে ভারত বনাম নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচ। তাকে ঘিরে স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে। আর সেই সুযোগে মুম্বইয়ে চলছে টিকিটের কালোবাজারি। ২,৫০০ হাজার থেকে ৪ হাজার টাকার টিকিট বিক্রি হচ্ছে লাখ টাকায়। টিকিটের কালোবাজারির অভিযোগে দুজনকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। জানা গিয়েছে টিকিটগুলি ১ লক্ষ ২০ হাজার থেকে শুরু করে আড়াই লক্ষ টাকায় বিক্রি করা হচ্ছিল।

আরও পড়ুন: Ticket black marketing: বিশ্বকাপের টিকিট বিক্রির নামে ৯৪ হাজার টাকা প্রতারণা, গ্রেফতার যুবক

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেজে মার্গ থানার পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে। যার মধ্যে একজনের কাছ থেকে দুটি টিকিট উদ্ধার করা হয়েছে। এই টিকিটগুলি ১ লক্ষ ২০ হাজার টাকা দামে বিক্রি করা হচ্ছিল বলে জানতে পেরেছে পুলিশ। মূলত এই সমস্ত টিকিটগুলি ছিল ভিআইপি এবং বিশেষ ব্যক্তিদের জন্য। অন্যদিকে, একটি ইভেন্ট সংস্থার সঙ্গে জড়িত আরও এক ব্যক্তিকে বিশ্বকাপ টিকিট কালোবাজারির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম হল আকাশ কোঠারি। জেজে মার্গ থানার পুলিশের একটি দল মহানগরের উত্তরাঞ্চলের মালাডে এলাকায় তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে। মূলত বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তারা টিকিটের কালোবাজারি করত। পুলিশ জানিয়েছে আকাশ ২৭ হাজার থেকে শুরু করে আড়াই লক্ষ টাকায় টিকিট বিক্রি করেছে। অর্থাৎ টিকিটগুলি মূল দামের থেকে কয়েক গুণ বেশি দরে বিক্রি করে কালোবাজারি চালানো হচ্ছে। এই মুহূর্তে যেহেতু সেমি ফাইনাল ম্যাচের টিকিটের ব্যাপক চাহিদা রয়েছে ফলে টিকিট না পেয়ে তাদের কাছ থেকে কিনছেন অনেক ক্রিকেট প্রেমী।

পুলিশ মৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারায় প্রতারণা এবং ৫১১ ধারায় অপরাধের দায়ে মামলা রুজু করেছে। তারা কোথা থেকে এই টিকিটগুলি সংগ্রহ করেছিল! এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনায় তদন্ত নেমেছে জেজে থানার পুলিশ। জানা গিয়েছে, আকাশ নিজের বাড়িতেই টিকিট বিক্রি করছিল। পুলিশের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, টিকিটের কালোবাজারি রুখতে জেজে মার্গ থানার পুলিশ একটি দল গঠন করেছে। তারা এই বিষয়টি খতিয়ে দেখছে।