হবিগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া, গাড়ি ভাঙচুর

হবিগঞ্জে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। এ সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে শহরের মুসলিম কোয়ার্টারে এ ঘটনায় অন্তত ১০টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এরপর সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে বিএনপি নেতাকর্মীরা।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে শহরের মুসলিম কোয়ার্টারে বিএনপির নেতাকর্মীরা লাঠি নিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। এতে অন্তত ১০ যানবাহন ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের সঙ্গে বিএনপির পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

হবিগঞ্জের অতি‌রিক্ত পু‌লিশ সুপার (সদর সা‌র্কেল) খ‌লিলুর রহমান বলেন, ‘দুই দফায় সংঘর্ষ হ‌য়ে‌ছে। প্রথম দফায় মুস‌লিম কোয়ার্টার ও দ্বিতীয় দফায় শা‌য়েস্তা নগ‌রে সংঘর্ষ হয়। এতে পু‌লিশসহ ২০ জন আহত হ‌য়ে‌ছেন। এসময় ১৫ থেকে ২০টি গাড়ি ভাঙচুরসহ কক‌টেল বি‌স্ফোরণের ঘটনা ঘ‌টে। পু‌লিশ ঘটনা নিয়ন্ত্রণে রাবার বু‌লেট ও টিয়ারশেল নি‌ক্ষেপ ক‌রে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনে।’ এ ঘটনায় বেশ ক‌য়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

এদিকে জেলা আওয়ামী লী‌গের উদ্যো‌গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে স্বাগত জা‌নি‌য়ে আনন্দ মি‌ছিল ও প্রতিবাদ সমা‌বেশ ক‌রা হয়। তবে বাম জোট হরতা‌লের আহ্বা‌নে মি‌ছিল করেছে। জেলা শহ‌রের নিরাপত্তায় আইনশৃঙ্খলাবা‌হিনী শহর প্রদ‌ক্ষিণ কর‌ছে।