Fire in train: স্পেশাল ট্রেনের স্লিপার কোচে লাগল আগুন, ব্যাহত হাওড়া-দিল্লি লাইনের পরিষেবা

মঙ্গলবার সন্ধ্যায় আগুন লাগল নয়াদিল্লি-দ্বারভাঙ্গা স্পেশাল এক্সপ্রেসে। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, উত্তরপ্রদেশের এটাওয়ার কাছে নয়াদিল্লি-দ্বারভাঙ্গা স্পেশাল এক্সপ্রেসের একটি স্লিপার কোচে আগুন লেগেছে। তবে সেই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি বলে উত্তর-মধ্য রেলওয়ের তরফে জানানো হয়েছে। রেলের দাবি, যাত্রীরা সুরক্ষিত আছেন। সকলকে উদ্ধার করা হয়েছে। যে কামরায় আগুন লেগেছিল, মূল ট্রেনের সঙ্গে সেই কোচকে আলাদা করে দিয়েছেন রেলের কর্মীরা। আগুন নেভানোর চেষ্টা করছে দমকল। তবে সেই ঘটনার জেরে হাওড়া-নয়াদিল্লি লাইনে রেল পরিষেবা ব্যাহত হয়েছে বলে ‘হিন্দুস্তান টাইমস’-র ‘লাইভ হিন্দুস্তান’-র প্রতিবেদনে। 

উত্তর-মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক হিমাংশু উপাধ্যায় জানিয়েছেন যে এটাওয়ার কাছে সরাই ভোপাট জংশনের স্টেশন মাস্টার প্রথম লক্ষ্য করেন যে ০২৫৭০ নয়াদিল্লি-দ্বারভাঙা স্পেশাল এক্সপ্রেসে আগুন লেগেছে। পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, এস১ কোচ থেকে ধোঁয়া বেরোতে দেখেন তিনি। দ্রুত খবর দেওয়া হয়। তারপরই ট্রেন থামিয়ে দেওয়া হয় বলে জানিয়েছেন উত্তর-মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক।

আরও পড়ুন: Horrific Train Experience: লাগে ৪৩ ঘণ্টা, ৯০ ঘণ্টা পরও ট্রেন এল না কলকাতায়, ‘যেন দয়া করছে’, তিতিবিরক্ত সকলে

ওই প্রতিবেদন অনুযায়ী, তিনি বলেছেন যে ‘(স্টেশন মাস্টার খবর দেওয়ার পর) সঙ্গে-সঙ্গে ট্রেন থামিয়ে দেওয়া হয়। সব যাত্রীদের উদ্ধার করা হয়েছে। প্রত্যেকে সুরক্ষিত আছেন। আপাতত কোনও হতাহতের খবর মেলেনি।’ সূত্রের খবর, মূল ট্রেনের থেকে এস১ কোচকে আলাদা করে দেওয়া হয়েছে। আপাতত আগুন নেভানোর কাজ চালানো হচ্ছে বলে সূত্রের খবর।

‘লাইভ হিন্দুস্তান’-র প্রতিবেদন অনুযায়ী, নয়াদিল্লি-দ্বারভাঙা স্পেশাল এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনায় একাধিক ট্রেন আটকে গিয়েছে। প্রায় ১৬টি ট্রেনকে বিভিন্ন স্টেশনে আটকে দেওয়া হয়েছে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী, অগ্নিকাণ্ডের জেরে হাওড়া-নয়াদিল্লি লাইনে ব্যাহত হয়েছে স্বাভাবিক পরিষেবা। তবে আপাতত কোনও ট্রেন বাতিল করা বা কোনও ট্রেনের যাত্রাপথ পরিবর্তনের বিষয়ে রেলের তরফে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: Ex-gratia relief in train accidents: ট্রেন দুর্ঘটনায় একলপ্তে ১০ গুণ বাড়ল ক্ষতিপূরণের অঙ্ক, কাদের কত টাকা দেবে রেল?