Pak Woman: আগের নাম গৌরী? ভিসা ছাড়াই ভারতে প্রবেশ হিজাব পরা পাক মহিলার, গ্রেফতার দার্জিলিংয়ের ভারত-নেপাল সীমান্তে – Pak women entered India without Visa, arrested in India

প্রমোদ গিরি

১১ বছরের পুত্র সহ এক পাকিস্তানি মহিলা ধরা পড়লেন ভারত নেপাল সীমান্তে। ভিসা ছাড়াই তিনি ভারতে প্রবেশ করার চেষ্টা করছিলেন বলে অভিযোগ। সশস্ত্র সীমা বল তাকে ধরে ফেলে।

মহিলার নাম সায়েস্তা হানিফি ও তার ছেলে আরিয়ান হানিফ। ওই মহিলার বয়স ৬২ বছর। দার্জিলিং জেলার পানিট্যাঙ্কি সীমান্ত এলাকায় এসএসবি তাকে ধরে ফেলে। এরপর বুধবার রাতে তাকে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়। শিলিগুড়ির আদালত তাকে এক সপ্তাহের জন্য পুলিশ হেফাজতে পাঠিয়েছে। ওই শিশুকে আপাতত সরকারি হোমে পাঠানো হয়েছে।

এদিকে জেরার সময় সায়েস্তা হানিফ জানিয়েছেন, তিনি অসমে হিন্দু পরিবারেই জন্মেছিলেন। তার আগের নাম গৌরী। নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক একথা জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, মুম্বই থাকার সময় তিনি মহম্মদ হানিফ নামে এক পাকিস্তানিকে বিয়ে করেছিলেন। এরপর তারা সৌদিতে চলে যান। সেখানেই হানিফ সোনার কাজ করতেন। কিন্তু তিনি ভারতে ফিরতে চাইছিলেন। কারণ তিনি ইসলামিক দেশে ঠিক থাকতে পারছিলেন না। তবে এসএসবি তার বয়ান খতিয়ে দেখছে।

তার ভ্রমণ বৃত্তান্তে দেখা যাচ্ছে তিনি করাচির সাহাফা বাজার এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ২৪ পরগনায় বোন থাকে। তার সঙ্গে দেখা করার জন্য় আসছিলাম। আমি ভারতীয় ভিসার জন্য আবেদন করেছিলাম। কিন্তু পাচ্ছিলাম না কিছুতেই। এরপর নেপাল ভিসায় কাঠমান্ডুতে আসি গত ১১ নভেম্বর। ভাবছিলাম নেপাল হয়ে ভারতে চলে আসব।

আদালতে পুলিশ যে নথি জমা দিয়েছে তাতে বলা হয়েছে, কাঠমান্ডু থেকে বাসে তিনি কাকড়ভিটা আসেন। টুরিস্ট ভিসায় তিনি কাঠমান্ডু এসেছিলেন।

এদিকে এর আগে ভারত নেপাল সীমান্ত দিয়ে সীমা হায়দার এইভাবেই ভারতে এসেছিলেন। চার সন্তানকে নিয়ে তিনি ভারতে আসেন। এরপর তাকে ঘিরেও ব্যপক জলঘোলা হয়। শেষ পর্যন্ত তাকে গ্রেফতারও করা হয়েছিল। তিনি ভারতীয় প্রেমিককে বিয়ে করার জন্য এদেশে এসেছিলেন বলে খবর। এবার ভারতে এলেন অপর এক পাক মহিলা। তারও বৈধ নথি নেই বলে খবর।