Amdanga Murder: জয়নগরের পর আমডাঙা, তৃণমূল নেতা খুনে অভিযুক্তের বাড়িতে আগুন দিল দুষ্কৃতীরা

জয়গনরের দলুইখাটির কায়দায় ফের তৃণমূল নেতা খুনে জ্বলল অভিযুক্তের বাড়ি। আমডাঙায় তৃণমূলের পঞ্চায়েত প্রধান খুনে অভিযুক্তের বাড়িতে আগুন লাগানোর অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদেরই বিরুদ্ধে। এই ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। তাদের প্রশ্ন, শাসকদলের সমর্থকদের কি সুবিচার পেতে নিজেদের সরকারের ওপরেই ভরসা নেই। তাই কি বারবার তারা আইন হাতে তুলে নিচ্ছেন?

স্থানীয়রা জানাচ্ছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় আমডাঙার পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডল খুন হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে সোনাডাঙা গ্রামে হাজির হয় তৃণমূলের গুন্ডাবাহিনী। সেখানে অভিযুক্ত আবতাবের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় তারা। এর পর পেট্রল ঢেলে বাড়ির সামনের জানলায় আগুন ধরিয়ে দেন তাঁরা। তখন বাড়িতে ছিলেন না আফতাব। পরিবারের অন্য সদস্যরা আতঙ্কে আর্তনাদ করতে থাকেন। আর্তনাদ শুনে বাইরে বেরিয়ে আসেন প্রতিবেশীরা। তখন তাঁদের ঘরে ঢুকে যেতে হুমকি দেয় তৃণমূল আশ্রিত গুন্ডারা। বেশ কিছুক্ষণ আগুন জ্বলার পর নিজেরাই জল দিয়ে আগুন নেভায় তারা। ঘটনার পর থেকে ঘরছাড়া আফতাবের পরিবারের সদস্যরা। বাড়িতে ঝুলছে তালা।

আমডাঙায় তৃণমূলের পঞ্চায়েত প্রধান খুনে ইতিমধ্যে আনোয়ার হোসেন মণ্ডল নামে এক তৃণমূল নেতা ও তাঁর ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় তৈয়াব আলি মণ্ডলসহ বেশ কয়েকজনের খোঁজ চলছে।

জয়নগরের দলুইখাটিতে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামী সইফুদ্দিন মণ্ডলের খুনের পরেও একের পর এক সিপিএম কর্মীর বাড়িতে ভাঙচুর করে আগুন লাগানো হয়। তার পর থেকে কার্যত খোলা আকাশের নীচে বসবাস করছে পরিবারগুলি।