Nainital Accident: নৈনিতালে খাদে পড়ল গাড়ি, মৃত্যু ৮জনের, আহত তিন

নৈনিতালে ভয়াবহ দুর্ঘটনা। নৈনিতালের ওখালকান্ডা ব্লকে একটি গাড়ি গভীর খাদে পড়ে যায় শুক্রবার সকালে। তার জেরে ৮জন আরোহীর মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, ছিরাখান রিথা সাহিব রোডে এই দুর্ঘটনা হয়। নৈনিতালের পুলিশ সুপার পিএন মীনা জানিয়েছেন, অন্তত ৮জনের মৃত্য়ু হয়েছে এই দুর্ঘটনায়। আহত তিনজনকে উদ্ধার করা হয়েছে। তাদের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা। শোক প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী।

কীভাবে এই দুর্ঘটনা হল?

পুলিশ জানিয়েছে, ট্যাক্সিটি আধুরা গ্রাম থেকে হলদিওয়ানির দিকে যাচ্ছিল। চেরাখান রিথা সাহিব রোডে যাওয়ার পরে এটি ৫০০ মিটার গভীর খাদে পড়ে যায়। ওই গাড়িতে ১১জন ছিলেন। তার মধ্য়ে ৬জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে আরও দুজনের মৃত্যু হয়। বাকিদের চিকিৎসা চলছে। খবর হিন্দুস্তান টাইমস সূত্রে।

দুর্ঘটনার খবর পাওয়ার পরেই স্থানীয় পুলিশ, দুর্যোগ মোকাবিলা দফতরের টিম ঘটনাস্থলে যায়। এরপর শুরু হয় উদ্ধারকাজ। পুলিশ সুপার জানিয়েছেন, পুলিশ, এসডিআরএফ ঘটনাস্থলে গিয়েছেন। স্থানীয় গ্রামবাসীদের সহযোগিতায় উদ্ধারকাজ চলছে। স্থানীয় এমএলএ রাম সিং কায়রা জানিয়েছেন, মৃতদের ময়নাতদন্ত করা হবে।দুর্ঘটনাস্থলের কাছে এটা করা হবে। চিকিৎসকদের পাঠানো হয়েছে। এসপি ক্রাইম জগদীশচন্দ্র এলাকায় গিয়েছেন।

এই দুর্ঘটনার পরে শোকবার্তা জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্য়মন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি শোকবার্তায় জানিয়েছেন, নৈনিতালে পথ দুর্ঘটনায় ৮জনের মৃত্যু হয়েছে। অত্যন্ত দুঃখের। ভগবান তাঁদের আত্মার শান্তি দিন। এই অপূরণীয় ক্ষতির জেরে শোকগ্রস্ত পরিবারকে শক্তি দিন। আমি বাবা কেদারের কাছে প্রার্থনা করছি আহতরা যাতে দ্রুত আরোগ্য লাভ করতে পারে।