Uttarkashi Rescue Update: ১২০ ঘণ্টা পার, সুরঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে এবার এল নতুন মেশিন, কতটা কাজ হল জানুন

একেবারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই। উত্তরকাশীতে নির্মীয়মান টানেলে আটকে পড়েছেন ৪০জন নির্মাণ শ্রমিক। তাদের উদ্ধার করার জন্য ১২০ ঘণ্টারও বেশি মরণপণ লড়াই চলছে। নতুন করে শক্তিশালী ড্রিল মেশিন আনা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত এই নতুন ড্রিল মেশিন সব মিলিয়ে ২১ মিটার কাটতে পেরেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে টানা কাজ করছে এই মেশিন। আগের মেশিনটা ফেল করে গিয়েছে।একটা বোল্ডারের কাছে গিয়ে আটকে যায় ওই আগের ড্রিল মেশিনটি। এবার এসেছে নতুন মেশিন।

হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গিয়েছে, উত্তরকাশী জেলা দুর্যোগ ব্যবস্থাপন দফতরের আধিকারিক দেবেন্দ্র পাটোয়াল জানিয়েছেন, সকাল সাড়ে ৬টা পর্যন্ত এই নতুন ড্রিল মেশিনটি ২১ মিটার পর্যন্ত যেতে পেরেছে। এটা একটা ভালো দিক। অপারেশনের প্রথম চারদিন আমরা ওই পাথরের দুটি দেওয়াল কাটার চেষ্টা করেছিলাম।

এদিকে প্রথম দিকে উদ্ধারকারী টিম খননযন্ত্র দিয়ে পাথর কেটে ভেতরে প্রবেশের চেষ্টা করছিলেন।সেই সঙ্গেই নতুন করে যাতে ভেঙে না পড়ে সেটাও দেখা হয়েছে। Shortcrete method ব্যবহার করা হয়েছে উদ্ধারকাজে। এই বিশেষ পদ্ধতির মাধ্যমে বাতাস ব্য়বহার করে কংক্রিটে স্প্রে করা হয়। কিন্তু নানা কারণে সেই টেকনিক কাজ করেনি। এরপর অগার মেশিন দিয়ে একটা পথ তৈরির চেষ্টা করা হয়েছিল। এরপর একটি পাইপ সেখান দিয়ে ঢুকিয়ে আটকে পড়া কর্মীদের বের করার জন্য় পরিকল্পনা নেওয়া হয়। কিন্তু সেই কাজও মাঝপথে থমকে যায়। কারণ বুধবার রাতে একটি বোল্ডারের কাছে এসে আটকে যায় ড্রিল মেশিন। এরপর দিল্লি থেকে আরও শক্তিশালী ড্রিল নিয়ে আসা হয়েছে।

আগের ড্রিলটি ছিল প্রতি ঘণ্টায় ১ মিটার প্রবেশ করতে পারবে। এটা ক্ষমতা ছিল ৩৫ হর্স পাওয়ার। আর এবার নয়া মেশিনটার ক্ষমতা ১৭৫-২০০ হর্স পাওয়ার। এটা প্রতি ঘণ্টায় ৫ মিটার প্রবেশ করতে পারবে। এবার দেখা যাক আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করা যায় কি না।