Elephant: টিম নিয়ে জঙ্গলে হামলা বহিরাগত হাতির, হার মেনে অভিমানে ডেরা ছাড়ল আবাসিক দাঁতাল

জঙ্গলে ক্ষমতার রাশ কার হাতে থাকবে তা নিয়ে হাতিদের মধ্য়ে লড়াই চলে মাঝেমধ্য়েই। আর এবার তেমন লড়াইয়ের সাক্ষী থাকল বড়জোড়ার জঙ্গল। দীর্ঘদিন ধরে বড়জোড়ার জঙ্গলে থাকত একটি হাতি। এই জঙ্গলেই তার বাস। কার্যত এই জঙ্গলেই রাজ করত সে। কিন্তু আচমকাই সেখানে হাজির হল অপর এক দাঁতাল। মানে বহিরাগত হাতি। উড়ে এসে জুড়ে বসল রামলাল। একেবারে টিম নিয়ে এসে হাজির রামলাল। তারপরেই ওই আবাসিক হাতির সঙ্গে জোর লড়াই। একরাতের লড়াই। আর সেই লড়াই কি যে সে লড়াই। আর সেই লড়াইতে হেরে জঙ্গল ছাড়ল ওই আবাসিক হাতি। আসলে এটাই জঙ্গলের ব্যাকরণ। 

সব মিলিয়ে ২২টি হাতিকে সঙ্গে নিয়ে ওই জঙ্গলে এসেছিল রামলাল। অন্য়দিকে আগে থেকেই ৪৫টি হাতি ওই জঙ্গলে এসেছিল। সেই সময় ওই দলে যোগ দিয়েছিল একটি বিরাট দাঁতাল হাতি ও তার সঙ্গী। মাস দেড়েক ধরে তাদের গোছানো সংসার চলতে থাকে জঙ্গলে। কিন্তু তার মধ্য়ে দল নিয়ে হাজির রামলাল। তার দাপটও কিছু কম নয়। একেবারে দাপিয়ে বেড়াতে শুরু করে এটি। একরাতের মধ্য়ে জঙ্গলের ক্ষমতার রাশ নিতে মরিয়া হয়ে ওঠে নতুন হাতিটি। 

এদিকে নতুন হাতির তুলনায় অন্তত তিন ফুট উচ্চতা বেশি ছিল আবাসিক হাতিটির। দাপটও কিছু কম নয়। কিন্তু রামলালের শক্তির সঙ্গে পেরে ওঠেনি সে। তবে হেরে গেলেও চারদিকে রেগে তাণ্ডব করবে এমনটাই ভাবা গিয়েছিল। কিন্তু তেমন কিছু হয়নি। রামলালের কাছে হেরে যাওয়ার পরে জঙ্গল থেকেই বেরিয়ে যায় আবাসিক হাতিটি। 

জঙ্গলের এটাই নিয়ম। জোর যার মুল্লুক তার। আর যার জোর নেই তার কোনও কদরই নেই জঙ্গলে। এটাই বাস্তব। বড়জোড়ার জঙ্গলে ঠিক এটাই হয়েছে। আর বনদফতর খবর নিয়ে দেখেছে, লড়াইতে ক্রমে হেরে যাতে থাকে ওই আবাসিক হাতিটি। এরপর আর কোনও ঝুঁকি নেয়নি। পশ্চিম মেদিনপুরের রূপনারায়ণ ডিভিশনের জঙ্গল ছেড়ে কার্যত বিবাগি হয়ে অন্য়ত্র চলে গিয়েছে বলে খবর।