জামালপুরে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ১১

জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির ৪২ জন নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহারভুক্ত আসামি জামালপুর শহর বিএনপির সভাপতি লিয়াকত আলীসহ ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের কারাগারে পাঠিয়েছেন আদালত। 

মামলার এজাহার থেকে জানা গেছে, সরিষাবাড়ী রেলস্টেশনে গত শনিবার দিবাগত রাত ১টার দিকে আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। পরদিন রবিবার সকালে এ ঘটনায় সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুস সালাম জামালপুর রেলওয়ে থানায় অভিযোগ দেন। ওই দিন রাতে ৪২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৩০-৪০ জনের বিরুদ্ধে মামলা করেন সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মো. আব্দুল কাদের। মামলায় জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান, জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক গাউছুল আজম শাহীন, জেলা বিএনপির উপ-দফতর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান, শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা যুবদলের সদস্যসচিব সোহেল রানা খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনোয়ার হোসেন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোশারফ হোসেন সিদ্দিকী, সরিষাবাড়ী উপজেলা বিএনপির সদস্য শ্যামল, সরিষাবাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক ফয়জুল কবির তালুকদার শাহীন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মাসুদ রানা চপলসহ ৪২ জন বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলজার হোসেন বলেন, ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি বিএনপি নেতা লিয়াকত আলীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে আরও ১০ জনকে গ্রেফতার করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠনো হয়েছে।