বাবার আশা আবারও নৌকার টিকিট পাবেন, ছেলে বললেন ‘এবার আমি পাবো’

কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসন থেকে চতুর্থবারের মতো নৌকা প্রতীকের জন্য মনোনয়নপত্র নিয়েছেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া। এবার একই আসনে নৌকার মনোনয়ন চেয়ে ফরম নিয়েছেন সুবিদ আলীর ছেলে দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী। বাবার আশা আবারও নৌকার টিকিট পাবেন, ছেলে বললেন এবার আমি পাবো।

সোমবার (২০ নভেম্বর) বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সুবিদ আলী এমপিকে সমর্থন জানিয়ে তার পক্ষে দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব চৌধুরী, তিতাস উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শওকত আলী ও সাধারণ সম্পাদক মহসিন ভূঁইয়া মনোনয়ন ফরম নেন।

একই দিন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম কেনেন।

এ বিষয়ে মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া বলেন, আওয়ামী লীগ একটি প্রাচীন ও বৃহত্তম দল। গণতান্ত্রিক প্রক্রিয়ায় দলীয় কার্যক্রম পরিচালনা করা হয়। আওয়ামী লীগ সরকার যখনই রাষ্ট্র ক্ষমতায় এসেছে তখনই জনগণের কল্যাণে কাজ করেছে। যা অন্য কোনও সরকারের সময়ে দেখা যায়নি। শেখ হাসিনার নেতৃত্বে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে আওয়ামী লীগ। আমি শেখ হাসিনার ওপর আস্থা রাখছি। তিনি আমাকে তিনবার দলের মনোনয়ন দিয়েছেন, তিনবারই সংসদ সদস্য হয়েছি। এবারও শেখ হাসিনা আমাকে চতুর্থবারের মতো দলের মনোনয়ন দেবেন বলে আশা রাখছি। অন্য কেউ পাবে না।

তবে নৌকা প্রতীকের মনোনয়নপ্রত্যাশী তার ছেলে মোহাম্মদ আলী বলেন, বাবা মনোনয়ন চেয়েছেন, আমিও চেয়েছি। তবে এবার আমি নৌকার হয়ে নির্বাচনে অংশ নিতে চাই। আমার পূর্ণ বিশ্বাস, এবার আমি নৌকা প্রতীক পাবো। এটাও বলতে চাই, যদি মনোনয়ন না পাই তবে নেত্রী যাকে নৌকার টিকিট দেবেন, এলাকার উন্নয়নে নেত্রীর সিদ্ধান্ত মেনে নেবো।