আমদাবাদ: বিশ্বকাপে (ODI World Cup) মোক্ষলাভ হয়নি বিরাট কোহলির (Virat Kohli)। ফাইনালে উঠে হারতে হয়েছে অস্ট্রেলিয়ার কাছে। তবে ব্যক্তিগত মুন্সিয়ানায় নজর কেড়েছেন কোহলি। ১১ ম্যাচে ৭৬৫ রান করে কোহলিই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী। ম্যান অফ দ্য টুর্নামেন্টও হয়েছেন কিং কোহলি।
ব্যাটিংয়ে আর এক কীর্তিও গড়েছেন কোহলি। বিশ্বকাপে তাঁর ব্যাটিং গড় ৯৫.৬২। যা টুর্নামেন্টের সর্বোচ্চ। দুইয়ে রয়েছেন নিউজ়িল্যান্ডের কেন উইলিয়ামসন। তাঁর ব্যাটিং গড় ৮৫.৩৩। ৭৫.৩৩ গড়ে রান করে সবচেয়ে বেশি গড় থাকা ব্যাটারদের তালিকায় তিন নম্বরে কে এল রাহুল।
ভারতের ঝুলিতে সেরা বোলারের তকমাও। ৭ ম্যাচে ২৪ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটের মালিক মহম্মদ শামি। যাঁকে টুর্নামেন্টের প্রথম ৪ ম্যাচে খেলানোই হয়নি। দুইয়ে অস্ট্রেলিয়ার বিশ্বচ্যাম্পিয়ন দলের স্পিনার অ্যাডাম জ়াম্পা। যিনি ১১ ম্যাচে ২৩ উইকেট নিয়েছেন।
বাংলার ডানহাতি জোরে বোলারের ঝুলিতে রয়েছে আরও একটু সাফল্য। বিশ্বকাপে সেরা বোলিং ফিগার থাকা বোলারও তিনি। সেমিফাইনালে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ৫৭ রানে ৭ উইকেট নিয়েছিলেন শামি। যা টুর্নামেন্টের সেরা। দুই নম্বরেও শামি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়াংখেড়েতে ১৮ রানে ৫ উইকেট নিয়েছিলেন শামি।
১২৮ বলে ২০১ রানের অপরাজিত ইনিংস। যে ইনিংসকে ওয়ান ডে ক্রিকেটের সর্বকালের সেরা বলে বেছে নিচ্ছেন অনেকে। গ্লেন ম্যাক্সওয়েলের ইনিংস শোরগোল ফেলে দিয়েছিল ক্রিকেটবিশ্বে।
আফগানিস্তানের বিরুদ্ধে ৯১/৭ হয়ে গিয়ে বিদায়ের মুখে দাঁড়িয়ে থাকা অস্ট্রেলিয়াকে অবিশ্বাস্যভাবে, একার হাতে ম্য়াচ জিতিয়েছিলেন গ্লেন ম্য়াক্সওয়েল। সেটাই বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর।
গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া বনাম নিউজ়িল্যান্ড ম্যাচে মোট ৭৭১ রান উঠেছিল। সেটাই বিশ্বকাপে কোনও ম্যাচের দুই ইনিংস মিলিয়ে সর্বোচ্চ স্কোর। অস্ট্রেলিয়ার ৩৮৮ রানের জবাবে নিউজ়িল্যান্ড ৩৮৩ তুলে মাত্র ৫ রানে ম্যাচটি হেরেছিল।
বিশ্বচ্যাম্পিয়ন হতে না পারলেও জোড়া নজির ভারতের। টুর্নামেন্টে সবচেয়ে বেশি ১০টি ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হলেও জিতেছে ৯ ম্যাচ। পাশাপাশি রোহিত শর্মাদের জয়ের হারও সর্বোচ্চ। ৯০.৯ শতাংশ।
টুর্নামেন্টে সর্বোচ্চ দলগত স্কোর তুলেছিল দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪২৮/৫ তুলেছিলেন প্রোটিয়ারা। সেটাই বিশ্বকাপে সর্বোচ্চ দলগত রান।
বিশ্বকাপে সবচেয়ে বেশি, ৭টি করে ম্যাচ হেরেছে নেদারল্যান্ডস, বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
আরও পড়ুন: ফাইনালে আমন্ত্রণই জানানো হয়নি? বোমা ফাটালেন ভারতকে প্রথম বিশ্বকাপ জেতানো অধিনায়ক
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।