বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আগে সৌরভ গঙ্গোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের ভাষণে রাজ্যের বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরে রাজ্যের সম্ভাবনার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। নাম না করে বকেয়া নিয়ে আক্রমণ করেন মমতা।
মঙ্গলবার সন্ধ্যায় নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রকে আক্রমণ করেন মমতা। বলেন, বলতে চাই না, তবু বলতে হচ্ছে। আমাদের বকেয়া মেটানো হচ্ছে না। মানুষ কাজ করে বেতন পাচ্ছে না। জিএসটি ব্যবস্থার জন্য আমরা আলাদা করে কর আদায় করতে পারছি না। সেক্ষেত্রেও আমাদের প্রাপ্য বকেয়া রয়েছে।
এদিন শিল্পপতিদের সামনে নিজের শিল্পনৈপুণ্যের কথা জানান মমতা, তাঁর লেখা ১০০র বেশি বই রয়েছে, সেই বই সাহিত্য অকাদেমি পুরস্কার পেয়েছে সেকথা বলেন তিনি। এছাড়াও চিত্রকলায় নিজের অবদানের কথা স্মরণ করেন নিজেই। বলেন, কী ভাবে সমস্ত ধর্মের অনুষ্ঠানে সমান উৎসাহে অংশগ্রহণ করেন তিনি।
শিল্পপতিদের কাছে পশ্চিমবঙ্গে বিনিয়োগের আহ্বান জানান মমতা। খতিয়ে দেখতে বলেন রাজ্যের শিল্প সম্ভাবনা। বক্তব্যের শেষ লগ্নে সৌরভ গঙ্গোপাধ্যায়কে রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর হাতে তুলে দেন চুক্তিপত্র। তাঁকে এই সুযোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান সৌরভ।
মমতার বক্তব্য নিয়ে কটাক্ষ করে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, রাজ্যকে জমি ফেরত দিয়ে জিন্দলরা পালিয়েছে। আর মুখ্যমন্ত্রী শিল্প সম্মেলনে নিজের জীবনী আর ধর্মীয় সম্প্রীতির কথা শোনাচ্ছেন। শুনে মনে হচ্ছে উনি কোনও ধর্মসভায় রয়েছেন। গতবার যে শিল্পপতিদের দেখা গিয়েছিল তারা এবার গরহাজির কেন। তাজপুর বন্দর তৈরির দায়িত্ব যাদের দেওয়া হয়েছিল তাদের তো দেখা গেল না। উলটে মুখ্যমন্ত্রী বললেন বন্দর তৈরি করতে টেন্ডার হবে। সাদা চামড়ার লোকেদের ধরে এনে মঞ্চে বসিয়ে রাখে। কে জানে তারা চপ ভাজে না কী করে?
মঙ্গলবার থেকে শুরু হয়েছে সপ্তম বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। তিন দিনের এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন দেশ বিদেশের বহু খ্যতনামা শিল্পপতি।