রেললাইনের ওপরে লোহার পাত রেখে নাশকতার চেষ্টা, ৯৯৯-এ কলে রক্ষা

ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ফতুল্লা অংশের রেললাইনের ওপর লোহার পাত রেখে দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করেছে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে জিআরপি পুলিশ এসে রেললাইন থেকে লোহাটি উদ্ধার করে।

মঙ্গলবার (২১ নভেম্বর) দিবাগত রাতে ফতুল্লার কোতালেরবাগ হক বাজারের কাছে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জিআরপি পুলিশের এসআই মোখলেছুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, বেশ ওজনের মোটা একটি লোহার পাত রেল লাইনের ওপর নাট দিয়ে লাগিয়ে রাখা হয়েছে। পরে জরুরি নম্বরে কল পেয়ে লোহাটি রেললাইন থেকে সরিয়ে ফেলা হয়। এটি লাইনের ওপর থাকলে ট্রেন উল্টে অনেক বড় হতাহতের ঘটনা ঘটতে পারতো। এটা নাশকতার উদ্দেশে করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফতুল্লা মডেল থানার ওসি নুরে আজম বলেন, দুর্বৃত্তরা রেল লাইনের ওপর লোহা বসিয়ে দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। দুর্বৃত্ত ব্যর্থ হয়েছে।