Flight Menu: বিমানে যাত্রীদের কুকুরের খাবার দিচ্ছে? চোখ তো কপালে উঠবে! দেখুন মেনুর তালিকা

বৃন্দা জৈন

চিনা ইস্টার্ন এয়ারলাইন্সের বিমানে চেপেছিলেন এক যাত্রী। বিজনেস ক্লাসেই ছিলেন তিনি। সেখানে যে খাবার দেওয়া হয়েছিল তা সোস্য়াল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। সেটা দেখে তো চোখ কপালে। ওই ব্য়ক্তির দাবি, বিমান সংস্থা তাদের গ্রাহকদের আমদানি করা কুকুরের খাবার( ইমপোর্টেড ডগ ফুড) দিচ্ছে। বিস্ফোরক অভিযোগ চিনের বিমান সংস্থার বিরুদ্ধে।

ফেসবুকে একথা লিখেছেন কনরাড ইউ। তিনি একটি ছবিও শেয়ার করেছেন। সেখানে নানা ধরনের খাবার রয়েছে। মানে স্যুপ, রুটি, মিষ্টি সহ নানা ধরনের খাবার। তিনি ছবি শেয়ার করে লিখেছেন, চিনের ইস্টার্ন এয়ারলাইন্স বিজনেস ক্লাস মেনু। এটা আসলে কী?

সেই সংক্রান্ত একটি ছবি তিনি শেয়ার করেছেন। গত ১১ নভেম্বর তিনি এই ছবি শেয়ার করেছেন। তাতে লেখা রয়েছে স্মোক পিপার বিফ, ভ্যানিলা স্রিম্প, ইমপোর্টেড ডগ ফুড। আর এই জায়গাতে এসেই অনেকের চোখ আটকে যাচ্ছে। বিমানে মেনুতে এসব কেন? স্যুপেরও একাধিক আইটেম রয়েছে। কর্ন ড্রাগন বোন স্যুপও রয়েছে। কারি সি ফুডও রয়েছে।

 

এই সেই মেনুর তালিকা শেয়ার করেছেন বিমানযাত্রী। সৌজন্য়ে ফেসবুক

এদিকে তাঁর এই পোস্টকে ঘিরে স্বাভাবিকভাবেই নানা মন্তব্য ভাসছে সোশ্য়াল মিডিয়ায়। একজন লিখেছেন সত্যি নাকি! এমন খাবার দেয়। অপরজন লিখেছেন মনে হচ্ছে হট ডগ। অপর একজন লিখেছেন বিশ্বাসই হচ্ছে না।

তবে বাস্তবিকই বিশ্বাস না হওয়ার মতো। কিন্তু ওই যাত্রীতো নিজেই শেয়ার করেছেন ওই খাবারের তালিকা। সেটা যাচাই করতে পারেনি হিন্দুস্তান টাইমস বাংলা। আসলে ওটা কি সেটা নিয়ে নানা সংশয় রয়েছে নেটিজেনদের মধ্য়েও। বাস্তবিকই কি এটা আমদানি করা কুকুরের খাবার? তবে ওই বিমান সংস্থার বক্তব্য মেলেনি।