Dilip Ghsoh: নতুন বছরে সেই সুযোগ আসবে, দিদিও নেমন্তন্ন পাবেন, পূর্বাভাস দিলীপের

নতুন বছরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডাক পাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বিজেপির এক সভায় এমনই পূর্বাভাস করলেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর প্রশ্ন, দিল্লির মুখ্যমন্ত্রী ডাক পেলে আমাদের দিদি বাদ যাবেন কেন?

এদিন দিলীপবাবু বলেন, ‘দুই মন্ত্রী জেলে, এবার দিল্লির মুখ্যমন্ত্রী ডাক পেয়েছেন। ইডির অফিসে চা খেয়ে যান। আমাদের দিদি কেন ডাক পাবেন না? তাঁর এত ভাই বোন বাড়ির লোক সবাই ডাক পাচ্ছে। আসল জায়গাটা তো ওটাই। উনি কেন ছাড় পাবেন? একবার সিবিআই ডেকে চা খাওয়াক, কেমন গরম চা দেখে আসুক। আমার মনে হয় নতুন বছরে সেই সুযোগ আসবে। দিদিও নেমন্তন্ন পাবেন। তাড়াতাড়ি হওয়া উচিত। বাংলার মানুষের দাবি। জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চট্টোপাধ্যায় বলছেন, সব দিদি জানে। কুণাল ঘোষ বলছেন, উনি হচ্ছেন মক্ষীরানি, ডাকাতরানি। আমরা তো নিজে থেকে বলছি না। আপনার ভাইদের কথা শুনে আমরা বলছি। ভাইরা দিদিকে ভালো করে জানেন। কী করেন, না করেন, কার কাছ থেকে কত মাল নেন। ডাক পড়া চাই। কেউ যেন বাইরে না থাকে। নতুন বছরের আগে আরও কিছু লোককে জেলের ভাত খেতে হবে। এর প্রায়শ্চিত্ত করতে হবে’।

পালটা তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, ‘দিলীপ ঘোষ একদিকে বলছেন, আমার দল হারাধন পার্টি হয়ে গেছে। আরেক দিকে রাজনীতিতে ভেসে থাকতে এসব কথা বলছেন। বাস্তবটা তিনি নিজেও খুব ভালো জানেন, ইডি সিবিআই যদি নিরপেক্ষ তদন্ত করত তাহলে দিলীপ ঘোষকে ডেকে পাঠাত কারণ, নিয়োগ দুর্নীতিকাণ্ডের চক্রী প্রসন্ন রায়ের ফ্ল্যাটে দিলীপ ঘোষের বাড়ির দলিল পাওয়া গেছে’।