Examination: একাদশের পরীক্ষা নেবে স্কুল, রুটিন ঠিক করতে হিমসিম, সিলেবাস শেষ হবে কীভাবে?

একাদশ থেকে দ্বাদশ শ্রেণিতে ওঠার পরীক্ষা এবার স্কুলগুলিকেই নিতে হবে। এবার আর উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এই পরীক্ষা নেবে না। এদিকে এতদিন উচ্চমাধ্যমিকে যেদিন যে বিষয়ের পরীক্ষা হত সেদিনই একাদশ থেকে দ্বাদশ শ্রেণিতে ওঠার পরীক্ষাও হত। কিন্তু সেই ছবিটা বদলে যাচ্ছে এবার।তবে এবার পরীক্ষার সূচি ঠিক করতে গিয়ে সমস্যায় পড়ছে স্কুলগুলি। 

এবার থেকে উচ্চমাধ্য়মিক পরীক্ষা যেদিন হবে সেই সময়ে একাদশ শ্রেণির পরীক্ষা নেওয়া যাবে না। উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়টা বদলে দিয়ে বর্তমানে বারোটা থেকে ৩টে ১৫ পর্যন্ত করা হয়েছে। সেকারণে একাদশ শ্রেণির পরীক্ষা আর উচ্চমাধ্যমিকের সঙ্গে একই দিনে করা যাচ্ছে না। 

এদিকে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে উচ্চমাধ্যমিকের পরে একাদশ থেকে দ্বাদশ শ্রেণিতে ওঠার পরীক্ষা নিতে হবে। সেক্ষেত্রে সমস্য়াটা যেটা হবে ফলাফল বের হতে দেরি হয়ে যাবে। একদিকে শিক্ষকদের উচ্চমাধ্যমিকের খাতা দেখার চাপ তেমনি একাদশ শ্রেণির খাতা দেখার ব্যাপারটাও রয়েছে। সেক্ষেত্রে একাদশ শ্রেণির ফলাফল বের হতে কিছুটা দেরি হয়ে যাবে। এদিকে আগে যেটা হত আগেই একাদশ শ্রেণির পরীক্ষা হয়ে যেত। রেজাল্টও আগেই বের হত। সেক্ষেত্রে ক্লাসও কিছুটা আগেই শুরু হত।  কিন্তু এবার আর সেই পরিস্থিতি নেই। এর জেরে দ্বাদশ শ্রেণির ক্লাস আগে শুরু হয়ে যাওয়ায় সিলেবাস শেষ করতে কোনও সমস্যা হত না। কিন্তু এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। এবার দ্বাদশ শ্রেণির সিলেবাস শেষ করা নিয়েও চিন্তায় স্কুলগুলি। সেক্ষেত্রে কবে থেকে একাদশ শ্রেণির পরীক্ষা নেওয়া যাবে তা নিয়ে চিন্তায় স্কুলগুলি। 

এদিকে একাদশ থেকে দ্বাদশের পরীক্ষার ভার পড়েছে স্কুলগুলির উপর। এনিয়ে নানা চর্চা হচ্ছে। কেন বোর্ড এই পরীক্ষার ভার ছেড়ে দিল তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। তবে এবার পরীক্ষার দিন ঠিক করতে গিয়ে সমস্য়ায় পড়ছে স্কুল। সেই সঙ্গে পরীক্ষার ফলাফল দেরিতে বের হলে সিলেবাস শেষ করার বিষয়টিও চাপের হয়ে যাবে মনে করছেন শিক্ষকদের একাংশ।