Suvendu Adhikari: ফের ডিসেম্বর ডেডলাইন শুভেন্দুর, কেষ্টর থেকেও খারাপ হাল হবে, বললেন বিরোধী দলনেতা

বুধবার কলকাতার ধর্মতলায় অমিত শাহের সভার প্রচারে গিয়ে বীরভূমের রামপুরহাটে ফের একবার ডিসেম্বর ডেডলাইন দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তৃণমূল নেতাদের হুঁশিয়ারি দিলেন, যারা পঞ্চায়েতে ভোট দিতে দেয়নি তাদের অবস্থা কেষ্টর থেকেও খারাপ হবে।

এদিন শুভেন্দুবাবু বলেন,

‘মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছিলেন। তাই আমাদের দু’ দু’বার আবেদন বাতিল করেছেন। বলেছেন, না, বিজেপিকে সভা করতে দেওয়া যাবে না। একদিকে বলছেন বিজেপিকে আমি ফিনিশ করে দিয়েছি। অন্য দিকে বিজেপি শুধু মিছিল করবে তাও করতে দেবে না’।

এর পর বীরভূমের তৃণমূল নেতাদের হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন, ‘এখানেও একটা ভাইপো আছে। কলকাতায় যেমন একটা বড় ভাইপো আছে, ৪৭০০ পুলিশ নিয়ে ঘোরে, এখানেও একটা ছোট ভাইপো রামপুরহাটে আছে। তিনি বালি খান, পাথর খান, সবই খান। আবার নতুন একটা পাখি উড়ছে। তার নাম কাজল শেখ। সঙ্গে ভাগ্না বাপি। আমাদের সব নজর আছে। ডিসেম্বর মাস ভয়াবহ হবে বীরভূম নেতাদের জন্য। পোস্ট পোল ভায়লেন্স, পাথর চুরি, আর মহম্মদবাজারের জিলেটিন। জিলেটিন উদ্ধারে নাম পাওয়া গেছে কত জানেন? ডিসেম্বরে বলব। এখন বললে ওদের নেত্রী বলবে এ সব জানে আগের দিন বলে দেয় পরের দিন ধরা পড়ে’। সঙ্গে তিনি বলেন, এখন জেলা চালাচ্ছেন ডেপুটি কমিশনার শ্যাম সিং। বালি – পাথর সব রাতে চলছে। আর যে সব তৃণমূল নেতারা পঞ্চায়েতে মানুষকে ভোট দিতে দেননি তাঁদের অবস্থা কেষ্টর থেকেও খারাপ হবে।

বিজেপি কর্মীদের প্রতি শুভেন্দুবাবুর আহ্বান, ‘আগামী বুধবার ঠিক বেলা ১২টা বা তারও আগে কলকাতায় পৌঁছতে হবে। কলকাতায় এত মানুষকে সেদিন হাজির করুন যাতে চোরেদের রানি ১৪ তলা থেকে নীচে নামতে না পারে। আর বালি, কয়লা, চাকরি চোর, গরু পাচারকারীদের কানে যেন আওয়াজটা পৌঁছে যায়’। এদিন রামপুরহাটে মিছিলও করেন শুভেন্দু অধিকারী।