পরিবেশবান্ধব বাহিনী গড়ছে কলকাতা পুরসভা! HS উত্তীর্ণদের নিয়োগ

পরিবেশ রক্ষায় এবার নয়া পরিকল্পনা গড়ল কলকাতা পুরসভা। পরিবেশবান্ধব বাহিনী তৈরি করতে চলেছে কেএমসি। পাড়ায় পাড়ায় প্রশিক্ষণ দিয়ে সেই বাহিনী গড়ে তোলার কথা ভাবা হচ্ছে। শনিবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ছিল । সেখানেই এই কথা জানিয়েছেন পরিবেশ বিভাগের মেয়র পারিষদ স্বপন সমাদ্দার। এই বাহিনীতে যোগদানের করতে গেলে কী কী যোগ্য়তা থাকতে হবে সে কথাও জানানো হয়েছে। জানানো হয়েছে কারা আবেদন করতে পারবেন।

(আরও পড়ুন: মুঠো মুঠো অ্যান্টিবায়োটিক খেয়েই বাড়ছে বিপদ! কড়া পদক্ষেপ স্বাস্থ্য দফতরের)

প্রসঙ্গত মাসিক অধিবেশনে পরিবেশ সংক্রান্ত একটি প্রশ্ন করা হয়। তার উত্তর দিতে গিয়ে পুরসভার এই পরিকল্পনার কথা জানান তিনি। পরিবেশের কথা ভেবেই পাড়ায় পাড়ায় বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। তার মাধ্যমেই পরিবেশ-বান্ধব বাহিনী তৈরি করবে কলকাতা পুরসভা। এর জন্য অবশ্য যোগ্যতামানও থাকা চাই। সে কথাও এই দিন জানিয়েছেন তিনি। 

বাহিনীতে যোগ দিতে হলে বিজ্ঞান শাখায় পড়াশোনাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। উচ্চমাধ্যমিক পাশ করেছেন এমন ছেলেমেয়েরা পদের জন্য আবেদন করতে পারবেন। কলা ও বাণিজ্য শাখার পড়ুয়ারাও বাহিনীতে যোগদানের জন্যে আবেদন জানাতে পারবেন। তবে তাঁদের স্নাতক হতে হবে। প্রশিক্ষণের দায়িত্বে থাকবেন বিশিষ্ট বিশেষজ্ঞরা। তাঁরা ইতিমধ্যে আন্তর্জাতিক স্তরে পরিবেশ দূষণ রোধে কাজ করেছেন। তারাই পাড়ায় পাড়ায় বাহিনী গড়ে তুলবেন।

(আরও পড়ুন: চিনের অজানা জ্বর নিয়ে রাজ্যগুলিকে তৈরি থাকার আর্জি জানিয়ে বিজ্ঞপ্তি কেন্দ্রের)

এক মাস ধরে চলবে প্রশিক্ষণ। প্রতি সপ্তাহে দু’দিন করে ক্লাস নেওয়া হবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের একটি সার্টিফিকেট দেওয়া হবে। পারিশ্রমিক কত দেওয়া হবে বাহিনী সদস্যদের? পুরসভা জানায়, এই বাহিনীর কর্মীরা কোনও পারিশ্রমিক পাবেন না। কাজে ইচ্ছুক তরুণ-তরুণীদের নামের তালিকা কাউন্সিলাররা পুরসভার পরিবেশ বিভাগের কাছে পাঠাতে পারবেন বলে জানিয়েছেন মেয়র পারিষদ। পাড়ার কোথাও গাছ কেটে ফেলা হলে, অহেতুক বর্জ্য পোড়ানো হলে, জলাশয় বোজানোর মতো পরিবেশ-বিরোধী কাজ হলে বাহিনীর কর্মীরা তা বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবেন। তাঁরা এই ধরনের ঘটনার কথা সরাসরি পুরসভার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের রিপোর্ট করবেন। সেই রিপোর্টের ভিত্তিতে পরিবেশ বিভাগের আধিকারিকরা পরিবেশ আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।