IPL 2024: | IPL 2024: গিলকে অধিনায়কের দায়িত্ব দিয়ে ভুল করেছে

নয়াদিল্লি: সম্প্রতি শোরগোল ফেলে দিয়ে গুজরাত টাইটান্স (Gujarat Titans) ছেড়েছেন দলের খেতাবজয়ী অধিনায়ক হার্দিক পাণ্ড্য। গুজরাত হার্দিককে রিটেন করলেও, ট্রেডিংয়ে অল ক্যাশ ডিলে হার্দিক দলবদল করে নিজের প্রাক্তন ফ্রাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছেন। হার্দিক ফ্র্যাঞ্চাইজি ছাড়ার পরে শুভমন গিলকে (Shubman Gill) নতুন অধিনায়ক ঘোষণা করেছে গুজরাত। তবে এই সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুললেন এবি ডিভিলিয়ার্স (AB de Villers)। উইলিয়ামসনের মতে গিলকে অধিনায়ক ঘোষণা করে গুজরাত সুযোগ হাতছাড়া করেছে।

অধিনায়ক হিসাবে ডিভিলিয়ার্সের মতে গিল নয়, দায়িত্ব দেওয়া উচিত ছিল কেন উইলিয়ামসনকে (Kane Williamson)। নিজের ইউটিউব চ্যানেলে ডিভিলিয়ার্স বলেন, ‘কেন উইলিয়ানসনের নাম (গুজরাতের) রিটেন করা ক্রিকেটারদের তালিকায় দেখেই আমার মনে হয়েছিল যে এটা একটা অভিজ্ঞ খেলোয়াড়কে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়ার ভাল সুযোগ। ও তো আগেও অধিনায়ক হিসাবে নিজেকে প্রমাণ করেছে। শুভমন গিলকে এইসব দায়িত্ব না দিয়ে ওকে খোলা মনে আরেকটা ভাল আইপিএল মরশুম খেলার সুযোগ করে দেওয়া যেতেই পারত, যাতে ভারতীয় দলের সব ফর্ম্যাটে ও নিজের জায়গা পাকা করতে পারে।’

কেন উইলিয়ামসন আন্তর্জাতিক স্তরে নিউজ়িল্যান্ডকে নেতৃত্ব তো দেনই। পাশাপাশি তিনি এর আগে আইপিএলেও অধিনায়কত্বের দায়িত্ব সামলেছেন। তাঁর নেতৃত্বেই ২০১৮ সালে সানরাইজার্স হায়দরাবাদ আইপিএলের ফাইনালে পৌঁছেছিল। অপরদিকে, গিল এই প্রথমবার আইপিএলের কোনও ফ্র্যাঞ্চাইজির হয়ে অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন। তবে হার্দিকও প্রথমবার দায়িত্ব নিয়েই দলকে খেতাব জিতিয়ে কামাল করেছিলেন। গুজরাত ম্যানেজমেন্টের ফের একবার গিলের ক্ষেত্রেও এমন কিছুর আশায় থাকবে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন: জাডেজা নির্বাসিত হলে হার্দিককে ছাড় কেন? প্রশ্ন তুললেন প্রাক্তন কেকেআর কর্তা