Digha Sankarpur: দিঘায় এবার সত্যজিৎ রায় পার্ক! গুপী-বাঘার ম্যাজিক দেখা যাবে কবে? জানাল পর্ষদ

হালকা শীতের মধ্যে সমুদ্র সৈকতে রোদ পোয়ানো। অনেকেই এই আনন্দে ছুটি পেলেই চলে যান দিঘা-মন্দারমণি। তবে দিঘাতে এখন রয়েছে নানারকম বিনোদনমূলক ব্যবস্থাও। এবার সৈকত শহরের বাসিন্দাদের ‘সত্যজিৎ রায়’ পার্ক উপহার দেবে রাজ্য।

(আরও পড়ুন: নিঃশব্দে মারাত্মক রোগ ডেকে আনে ইউরিক অ্যাসিড! সুস্থ থাকতে কোন কাজটি করবেন)

দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ সম্প্রতি এমনটাই পরিকল্পনা করেছে। এর আগে একটি প্রমোদতরী পেয়েছে রাজ্যের এই সমুদ্র সৈকতের শহর। এর পর দিঘার পর্যটকদের জন্য গড়ে তোলা হচ্ছে ‘সত্যজিৎ রায় পার্ক’। ওল্ড দিঘার বিশ্ববাংলা-২ পার্কের কাছে সেজে উঠছে সত্যজিৎ রায় পার্ক। এই ধরনের পার্ক গড়ে তোলা হচ্ছে দিঘায় আগত পর্যটকদের বিনোদনের জন্য । বিচের পাশে ওল্ড দিঘার বিশ্ববাংলা-২ পার্কের কাছে গড়ে তোলা হবে এই পার্কটি । একদিকে থাকছে সমুদ্রের ঢেউয়ের মজা। অপর দিকে গুপী-বাঘার সঙ্গে হীরক রাজার দেশে ঘুরে বেড়ানোর আনন্দ। গোটাটারই ব্যবস্থা করছে পর্ষদ।

(আরও পড়ুন: পরিবেশবান্ধব বাহিনী গড়ছে কলকাতা পুরসভা! HS উত্তীর্ণদের নিয়োগ)

দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের এক্সিকিউটিভ অফিসার সৈকত হাজরা সংবাদমাধ্যমকে জানান, পর্যটকদের কথা ভেবে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ এলাকায় উন্নয়ন পরিষেবা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। সত্যজিৎ রায়ের তৈরি বিভিন্ন সিনেমার চিত্র তুলে ধরার ব্যবস্থা করা হচ্ছে। আগামী নতুন বছরে তা পর্যটকদের জন্য খুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

রাজ্য সরকার চাইছে রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘাকে পর্যটক উপযোগী পরিবেশ গড়ে তোলার। ইতিমধ্যে দিঘায় ঝাঁ চকচকে রাস্তা, সাউন্ড সিসটেম, ডিজিটাল পরিষেবার পাশাপাশি পুরির আদলে জগন্নাথধাম মন্দির নির্মাণ করা হচ্ছে। সব মিলিয়ে ২০২৪ সালে পর্যটকদের সামনে এক গুচ্ছ উন্নয়নমূলক পরিষেবা তুলে ধরা হচ্ছে।

নতুন বছরের শুরুতেই আরও একটি উপহার পেতে চলেছেন দিঘায় আসা পর্যটকরা। দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের তরফে সমুদ্রে প্রমোদতরীর ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যেই এর ট্রায়াল রান শুরু হয়েছে। ‘এমভি নিবেদিতা’ নামে এই প্রমোদতরী পর্যটকদের কাছে বাড়তি পাওনা হবে বলেই মনে করা হচ্ছে। জলপথে কোন রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হবে, কেমন স্পিড রাখা যেতে পারে এই সমস্ত বিষয়ে ইতিমধ্যেই পরীক্ষানিরীক্ষা শুরু করা হয়েছে। নতুন বছরের শুরুতেই এই পরিষেবা চালু করার ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে।