Calcutta High Court: শাসকদলকে সভা মঞ্চের মাপ জানতে চান? শুভেন্দুর সভার অনুমতি দিয়ে পুলিশকে হাইকোর্ট

শুভেন্দু অধিকারীর সভার অনুমতি না দেওয়ায় ফের একবার আদালতের ভর্ৎসনার মুখে পড়ল রাজ্য পুলিশ। শুক্রবার খেজুরিতে শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দিয়ে বিচারপতি জয় সেনগুপ্ত সরকারি আইনজীবীকে প্রশ্ন করেন, শাসকদলের সভার অনুমতি দেওয়ার সময় কখনও মঞ্চের মাপ জানতে চেয়েছিলেন? শনিবার বেলা ২টো থেকে ৫টার মধ্যে শব্দবিধি মেনে সভা করতে পারবেন শুভেন্দু অধিকারী।

শনিবার খেজুরিতে শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দিতে অস্বীকার করে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। এর পর আদালতের দ্বারস্থ হয় বিজেপি। সেই মামলায় শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, বারবার কেন সভার অনুমতি চাইতে বিরোধী দলকে আদালতে আসতে হবে? আদালতের সময়ের কি দাম নেই? তিনি বলেন, শাসকদল যখন সভা করেছিল তখন কি মঞ্চের মাপ জানতে চেয়েছিলেন? তাহলে বিরোধীদের সভায় জানতে চাইছেন কেন?

এর পরই বিচারপতি সেনগুপ্ত নির্দেশ দেন, শনিবার খেজুরিতে সভা করতে পারবেন শুভেন্দুবাবু। বেলা ২টো থেকে বিকেল ৫টার মধ্যে সভা করতে হবে শব্দবিধি মেনে। সভা থেকে প্ররোচনামূলক কোনও মন্তব্য করা যাবে না।

এর আগে গত সপ্তাহে বাঁকুড়ার কোতুলপুরে আদালতের অনুমতি নিয়ে সভা করেন শুভেন্দুবাবু। সেই সভার অনুমতি দেওয়ার সময় কলকাতা হাইকোর্ট তার পর্যবেক্ষণে জানিয়েছিল। গণতন্ত্রে শাসক ও বিরোধীর রাজনৈতিক প্রতিদ্বন্দিতার ক্ষেত্র আনুভূমিক হওয়া উচিত।