চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে দুই ট্রাকের মুখোমুখি ২ জন নিহত

চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ফটিকছড়িতে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটির চালক ও সহকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর ট্রাকের চালক নুর মিয়া। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভোরে ফটিকছড়ির উপজেলার ভুজপর থানাধীন নাজিরহাটে নতুন রাস্তার মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দুর্ঘটনাকবলিত একটি ট্রাকের চালক ভুজপুর থানার ঝিলতলী এলাকার মো. মোসলেম উদ্দিনের ছেলে মো. রুবেল (২৬) এবং তার সহকারী ও একই এলাকার আব্দুর রশীদের ছেলে মো. আলমগীর (২৮)। এই ঘটনায় আহত হন অন্য ট্রাকের চালক নূর মিয়া। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাজিরহাট হাইওয়ের থানার ওসি আদিল মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ভোরে নাজিরহাট নতুন রাস্তার মাথা এলাকায় ডাম্প ট্রাক দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এর মধ্যে একটি ছিল রাবার বোঝাই অপরটি ছিল পাথর বোঝাই। এর মধ্যে একটি খাগড়াছড়িমুখী ও অন্যটি চট্টগ্রাম শহরমুখী ছিল। দুর্ঘটনায় খাগড়াছড়িমুখী ট্রাকের চালক ও তার সহকারীর মৃত্যু হয়েছে। অন্য ট্রাকটির চালক গুরুতর আহত হয়েছেন।

আদিল মাহমুদ বলেন, দুর্ঘটনাকবলিত দুটি ট্রাকই জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।