দলের সবাইকে সঙ্গে নিয়ে মাগুরাকে এগিয়ে নিতে চাই: সাকিব

আওয়ামী লীগের সবাইকে সঙ্গে নিয়ে মাগুরাকে এগিয়ে নিতে চান দলীয় মনোনয়ন পাওয়া বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আওয়ামী লীগের এক বর্ধিত সভায় এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শহরের জামরুল তলা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাকিব বলেন, ‘মাগুরাবাসীর জন্য অনেক কিছু করতে চাই। জেলা আওয়ামী লীগের সবাইকে সঙ্গে নিয়ে মাগুরাকে এগিয়ে নিতে চাই। যেহেতু প্রধানমন্ত্রী আমাকে আপনাদের কাছে পাঠিয়েছেন। আমার জায়গা থেকে আগামী দ্বাদশ নির্বাচনে আমি সবকিছুই করবো। জেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা সহযোগিতা করলে আসন্ন নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে ভোটার আনতে তেমন কোনও বেগ পেতে হবে না। আমি সব সময় কাজে বিশ্বাস করি। আশা করি, কাজ করে সবকিছু দেখাতে পারবো।’

জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহর সভাপতিত্বে বর্ধিত সভায় মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসানসহ বক্তব্য রাখেন মাগুরা-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী ড. শ্রী বীরেন শিকদার এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু, সহসভাপতি যথাক্রমে মুন্সি রেজাউল হক, আবু নাসের বাবলু, সৈয়দ শরিফুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কামরুল লাইলা জলি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খুরশিদ হায়দার টুটুল, শাখারুল ইসলাম শাকিল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ।

বর্ধিত সভায় সাকিব আসন্ন সংসদ নির্বাচনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে কাজ করার আহ্বান জানান।