মুখ্যমন্ত্রীর নাচ নিয়ে অপমানজনক মন্তব্য গিরিরাজের, তুমুল প্রতিবাদ শশী–চন্দ্রিমার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাচ নিয়ে আজ বিতর্কিত মন্তব্য করেন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিং। আর সেই মন্তব্য নিয়ে এখন গোটা বাংলা উত্তাল হয়ে উঠেছে। দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে এমন ভাষায় আক্রমণ করার জেরে জোরদার প্রতিবাদে নেমেছে তৃণমূল কংগ্রেস। সোশ্যাল মিডিয়া, সংবাদমাধ্যম থেকে শুরু করে বিবৃতি দিয়ে প্রতিবাদ শুরু হয়েছে। এরপর এই ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেস রাস্তায় নামবে বলে সূত্রের খবর। সুতরাং বিজেপি নেতারা এবার বিপাকে পড়তে চলেছে বাংলায় বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ করেছেন গিরিরাজ সিং। এই কুরুচিকর আক্রমণের প্রতিবাদে সরব শশী পাঁজা এবং চন্দ্রিমা ভট্টাচার্যরা।

এদিকে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী মঞ্চে বলিউড তারকা সলমন খান, সোনাক্ষী সিনহা, অনিল কাপুররা গানের তালে নেচেছিলেন। সেই মঞ্চে তাঁদের পাশে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে অভিনেতা সলমন খান অনুরোধ করার পর পা মিলিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী বলেন, ‘‌গোটা বাংলা দুর্নীতিতে জড়িত। গরিব মানুষ তাঁদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। অথচ মুখ্যমন্ত্রী সলমনের সঙ্গে নাচছেন। ঠুমকা লাগাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় বিশ্বে রয়েছেন।’‌ এই মন্তব্যেরই প্রতিবাদে নেমেছেন তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রীরা।

অন্যদিকে গিরিরাজ সিংয়ের সেই ভিডিয়ো আজ, বুধবার নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপরেই শুরু হয়ে যায় তুমুল আলোড়ন। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে রোমের রাজার সঙ্গে তুলনা করে এক্স হ্যান্ডেলে লেখেন, ‘‌রোম যখন জ্বলছিল, তখন নিরো বাঁশি বাজাচ্ছিল।’‌ কেন্দ্রীয় মন্ত্রীর এমন মন্তব্যের তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস। তবে জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। বাগডোগরা বিমানবন্দর থেকে বেরনোর সময় মুখ্যমন্ত্রী বলেন, ‘‌আমি নাচতে পারি না। আদিবাসীদের সঙ্গে নাচের তালে পা মেলাই। ওদের উৎসাহিত করতে।’‌

আরও পড়ুন:‌ জ্যোতিপ্রিয় মল্লিকের হিসাবরক্ষককে তলব করল ইডি, বয়ান রেকর্ড করা হয়েছে

কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের মন্তব্য নিয়ে চারিদিকে সমালোচনা শুরু হয়েছে। মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে যদি এমন মন্তব্য করেন তাহলে দেশের নারীদের কেমন চোখে দেখেন?‌ নারী ক্ষমতায়ন হবে কেমন করে?‌ উঠছে প্রশ্ন। এদিন বিধানসভা অধিবেশন চলাকালীনও গিরিরাজ সিংয়ের মন্তব্যের রাজ্যের মন্ত্রী শশী পাঁজা এবং চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘ফিল্ম ফেস্টিভ্যাল গতকাল শুরু হয়েছে। দেশ–বিদেশে থেকে মানুষ এসেছেন। সলমন খান এসেছিলেন। আমরা অবাক হলাম এটা দেখে যে, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং যে ভাষায় কথা বললেন, সেটা যথাযথ নয়। মমতা বন্দোপাধ্যায় গতকাল অনেকের অনুরোধে পা মিলিয়েছেন। বিশেষ করে সলমন খান অনুরোধ করেছিলেন। এটা নিয়ে যেভাবে মহিলা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করা হল সেটা ন্যক্কারজনক। তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এটা অত্যন্ত অপমানজনক। একজন নারীকে অপমান করা মানে নিজের মা’কে অপমান করা। এই ধরণের নারী বিদ্বেষ সহ্য করবে না বাংলার মানুষ।’‌ মন্ত্রী শশী পাঁজার কথায়, ‘‌এটা বিজেপির নারী বিদ্বেষের একটি নমুনা। ২০২১ সালে দেখেছিলাম। ওনাদের নেতা বাংলায় ভোটের প্রচারে এসে দিদি ও দিদি বলে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছিলেন। বাংলার মানুষ তার যোগ্য জবাব দিয়েছিলেন।’‌