Time Person of the Year 2023: পুতিন আছেন, বার্বি আছে, আর কারা টাইম পার্সন অফ দ্য ইয়ার তালিকায়?

টাইমস ম্যাগাজিনের ২০২৩-এর পার্সন অফ দ্য ইয়ারে এবার কারা থাকছেন তা নিয়ে গোটা বিশ্বের আগ্রহ রয়েছে। কারা থাকলেন আর কারা বাদ পড়লেন। ৪ ডিসেম্বর ৯জন প্রার্থীর নাম সামনে এসেছে। সেই তালিকায় রয়েছেন কারা? 

টেইলর সুইফট, ভ্লাদিমির পুতিন, প্রেসিডেন্ট জি জিনপিং, রাজা তৃতীয় চার্লস,ট্রাম্প প্রসিকিউটরস, সাম আল্টমান, জিরোম পাওয়েল, বার্বি, আর হলিউড স্ট্রাইকার্স। 

কীভাবে এই তালিকা তৈরি হয়? ওই প্রকাশনার তরফে যেটা বলা হয় কোনও বিশেষ ব্যক্তি, কোনও সংগঠন গোটা দেশ জুড়ে যাদের প্রভাব সবথেকে বেশি তাদের গত ১২ মাসের কাজকর্মের উপর নজর রেখে এই তালিকা তৈরি করা হয়। 

টাইমস সূত্রে খবর, যে তালিকাটা রয়েছে তা অনেকটা এইরকম…

Hollywood Strikers

হলিউডের চিত্রনাট্য যারা লেখেন, অভিনেতারা গোটা বছর ধরে দারুন কাজকর্ম করেছেন। 

Xi Jinping

চিনের প্রেসিডেন্ট জি জিনপিং।  তৃতীয়বারের জন্য় তিনি চেয়ারে বসেছেন।  চিনের সবথেকে ক্ষমতাশালী ব্যক্তি হিসাবে ধরা হয় তাঁকে। টাইমসের ২০১৭ পার্সর অফ দ্য ইয়ার ছিলেন তিনি। 

Taylor Swift

গ্র্যামি পুরস্কার প্রাপক টেলর সুইফট। প্রচুর কনসার্ট করেছেন এবছর। পপ স্টার এর আগে ২০১৭ সালে পার্সন অফ দ্য ইয়ার কভার হয়েছিলেন। 

Sam Altman

ওপেন এআইয়ের সিইও। এই কোম্পানিই সামনে এনেছে চ্যাট জিপিটিকে। স্য়াম অল্টম্য়ান এর আগে ছিলেন ২০২৩ টাইম ১০০তে। 

Trump Prosecutors

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নানা অভিযোগ। সব মিলিয়ে তাঁর বিরুদ্ধে ৯০টি অভিযোগ রয়েছে। 

Barbie

বারবি সিনেমা নিয়ে গোটা বিশ্ব জুড়েই যথেষ্ট আগ্রহী সিনেমাপ্রেমীরা। এখানে অভিনয় করছেন মার্গট রবি, রিয়ান গসলিং

Vladimir Putin

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। সেই ৯৯ সাল থেকে তিনি প্রেসিডেন্ট পদে রয়েছেন। 

King Charles III

রাজা তৃতীয় চার্লস আবার ইংল্যান্ডের রাজ সিংহাসনে বসেছেন। 

Jerome Powell

ফেডেরাল রিজার্ভের চেয়ারম্যান ছিলেন। আমেরিকায় মূল্য বৃদ্ধি রোধে তাঁর বড় ভূমিকা।