Kiriteswari Temple: আধুনিকতার সাজে সাজতে চলেছে কিরীটেশ্বরী! কী কী প্রকল্প নিল রাজ্য সরকার? জেনে নিন

আধুনিকতার সাজে সাজতে চলেছে কিরীটেশ্বরী। দেশের সেরা পর্যটন গ্রামের স্বীকৃতি পাওয়া কিরীটেশ্বরীকে আধুনিক পরিকাঠামোয় মুড়ে দেওয়ার কাজ শুরু করল রাজ্য সরকার।

ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে মাস্টার প্ল্যান। বিশেষজ্ঞদের গ্রামে পাঠিয়ে মাস্টারপ্ল্যান তৈরি করিয়েছেন পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন। কিরীটেশ্বরীকে আরও প্রচার করার জন্য সামাজিক মাধ্যমেরও সাহায্য নেওয়া হচ্ছে। সোশাল মিডিয়ার সাহায্য নিয়ে এই স্থানকে আরও জনপ্রিয় করে তোলার প্রচেষ্টা চলছে।

আরও পড়ুন: ঘি আর গুড় একসঙ্গে খেয়েছেন কখনও? অসাধারণ উপকারী এই মিশ্রণ

বৃহস্পতিবার এ প্রসঙ্গে পর্যটন মন্ত্রী জানান, ‘ এই গ্রামকে সেরা পর্যটন গ্রাম হিসাবে চিহ্নিত করা হয়েছে। মন্দির সংস্কারের পাশাপাশি গ্রামের সৌন্দর্যায়ন করা হবে।

আরও পড়ুন: শীতে রোজ খান এই পানীয়! এনার্জি তো বাড়বেই হার্টও থাকবে তরতাজা

মন্দির সংস্কারের জন্য পর্যটন দফতরের তরফ থেকে প্রায় ১৭ লক্ষ টাকা এবং ভট্টবাটি রত্নেশ্বর মন্দির সংরক্ষণের জন্য ১০ লক্ষ টাকা দেওয়া হয়েছে। একটা বড় গেট করা হবে বলেও ঘোষণা করা হয়েছে। ওয়াশরুমও বানানো হবে। রাস্তাঘাটেরও উন্নতি হবে। আরও কিছু পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে। এই গ্রামে পাঁচটি হোমস্টে বানানোরও পরিকল্পনা করা হয়েছে বলে খবর।

আরও পড়ুন: খবর পড়ার আগে হঠাৎ মধ্যমা দেখালেন উপস্থাপক! এ কী বিচিত্র আচরণ

দেশের ৩১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রাপ্ত ৭৯৫টি আবেদনের মধ্যে ২০২৩ সালের ‘সেরা পর্যটক গ্রাম’ হিসাবে নির্বাচিত হয়েছে কিরীটেশ্বরী।

আরও পড়ুন: খবর পড়ার আগে হঠাৎ মধ্যমা দেখালেন উপস্থাপক! এ কী বিচিত্র আচরণ

এ প্রসঙ্গে পর্যটনমন্ত্রী জানান, ‘প্রতি বছর রাজস্থান-গোয়ার থেকেও বেশি সংখ্যক বিদেশি বাংলায় আসেন। বিদেশি পর্যটক আসার ক্ষেত্রে আমরা তিন নম্বরে। খুব শীঘ্রই এক নম্বরে যাব।

আরও পড়ুন: অসম এইচএস পরীক্ষা ২০২৪-এর সময়সূচি প্রকাশিত, জানুন বিস্তারিত

গাদিয়াড়া পর্যটনকেন্দ্রকেও আধুনিকভাবে সাজিয়ে তোলা হবে বলে জানিয়েছেন পর্যটন মন্ত্রী। প্রায় ৪৪টা ঘর হবে এই স্থানে। প্রতিটা ঘরই ফাইভ স্টার হওয়ার পরিকল্পনা রয়েছে।’