তেলাঙ্গানায় পশুপালন দফতরের নথি চুরির চেষ্টা, প্রাক্তন মন্ত্রীর OSD–নামে FIR

তেলাঙ্গানায় কংগ্রেস নেতা তথা মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির নেতৃত্বে নতুন সরকার গঠন হয়েছে মাত্র কিছুদিন হল। এরইমধ্যে  তেলেঙ্গানায় একটি গুরুতর অভিযোগ উঠে আসছে। অভিযোগ, রাজ্যের পশুপালন দফতরের গুরুত্বপূর্ণ নথি চুরি করার চেষ্টা হয়েছে। এছাড়াও ছিঁড়ে ফেলা হয়েছে একাধিক নথি। রাজ্যটির প্রাক্তন পশুপালন মন্ত্রী তালাসানি শ্রীনিবাস যাদবের অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি)–র বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে । এই ঘটনায় ওই আধিকারিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে তেলাঙ্গানায়। কী কারণে চুরির চেষ্টা করা হল নথিপত্র? সেক্ষেত্রে কি দুর্নীতির ধামাচাপা দেওয়ার চেষ্টা করার জন্যই এই কাজ করা হয়েছে? তাই নিয়ে উঠেছে প্রশ্ন।

আরও পড়ুন: ভোটে হারার পরই ভাঙল নিতম্বের হাড়, গভীর রাতে হাসপাতালে ভরতি KCR

অভিযোগ উঠেছে, পশুপালন বিভাগের কার্যালয়ে থাকা একাধিক ফাইল চুরির চেষ্টার পাশাপাশি নজরদারি ক্যামেরাও ভাঙচুর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই অফিসের নিরাপত্তারক্ষী এই ঘটনায় অভিযোগ জানিয়েছেন। তার অভিযোগের ভিত্তিতে ওএসডি কল্যাণ কুমার এবং অন্য চারজনের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছে পুলিশ। ওই নিরাপত্তারক্ষী জানিয়েছেন, তিনি অফিসে ঢুকতেই দেখেন জানালার গ্রিল ভেঙে ফেলা হয়েছে। এছাড়াও দেখতে পান, অফিসে ভাঙচুর চালানোর পাশাপাশি কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। একাধিক কাগজপত্র ছেঁড়া অবস্থায় পড়েছিল। এরপরেই তিনি দেখতে পান, বস্তায় করে কয়েকজনকে কাগজপত্র নিয়ে যাচ্ছে। নিরাপত্তারক্ষীর বক্তব্য অনুযায়ী, তিনি ঘটনার সময় তিনি কল্যাণ কুমার এবং আরও চারজনকে দেখেছিলেন। ওই চারজনের নাম হল মোহন, এলিজা, ভেঙ্কটেশ এবং প্রশান্ত। নিরাপত্তারক্ষীর অভিযোগ, কল্যাণ এই চারজনের সাহায্যে কিছু মূল নথি চুরি করার চেষ্টা করে।

এছাড়াও, অফিসে একাধিক নিরাপত্তা ক্যামেরাও ভাঙা অবস্থায় ছিল। বেশকিছু ক্যামেরা দেওয়ালে ঝুলতে দেখা যায়। কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। ঘটনার আরও তদন্ত চলছে। অন্যদিকে, শিক্ষা দফতরের অফিস থেকে একইভাবে নথি চুরির চেষ্টার অভিযোগ উঠেছিল। জানা যায়, শিক্ষা দফতরের বেশ কিছু ফাইল একটি অটোরিকশায় রাখা হচ্ছিল। দফতরের কর্মীরা তা ফেললে অটো চালক ধরা পড়ার ভয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।  সেই ঘটনাটিরও তদন্ত করছে পুলিশ।