SSKM Hospital: নির্দেশ শিকেয়! এসএসকেএম-এ বেড না পেয়ে রোগী মৃত্যুর অভিযোগ

নির্দেশ থাকলেও শুনছে কে। হাসপাতালে বেড না চিকিৎসার অভাবে মরতে হচ্ছে রোগীকে। শনিবার এসএসকেএম হাসপাতালে বেড না পেয়ে চিকিৎসার অভাবে এক রোগীর মৃত্যর অভিযোগ উঠছে। মৃতের নাম আকলিমা বিবি (৬৫)।

এর আগে তিনি শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাওড়ার একটি হাসপাতালে ভর্তি ছিলেন। শুক্রবার তাঁর শ্বাসকষ্টের সমস্যা আরও বাড়ে। রাত আটটা নাগাদ তাঁকে পিজিতে স্থানান্তরিত করা হয়। আকলিমা বিবির পরিবারের লোকজনের অভিযোগ, তাঁকে এসএসকেএমের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে কার্ডিয়োলজি বিভাগে ভর্তির কথা বলেন। তারা লিখে দিলেও কার্ডিয়োলজি বিভাগে আকলিমা বিবিকে ভর্তি নেওয়া হয়নি। রাত সাড়ে বারোটা নাগাদ তাঁকে ন্যাশনাল মেডিক্যালে নিয়ে যেতে বলা হয়। কিন্তু  সেখানে গিয়েও কোনও বেড মেলেনি। এর পর  ভোর চারটে নাগাদ আকলিমাকে আবারও এসএসকেএমকে আনা হয়। 

পরিবারের লোকজন জরুরি বিভাগের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।  চিকিৎসকরা তাঁদের আকলিমাকে আউটডোরে দেখানোর পরামর্শ দেন। বেলা দেড়টা নাগাদ আউটডোরের চিকিৎসক দেখার পরে বলেন, তাঁকে হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই। 

(পড়ুন। মদ্যপায়ী পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে লালবাজার, দেওয়া হতে পারে ‘ডেস্ক জব’) 

আউটডোর থেকে বেরোনোর কিছুক্ষণের মধ্যেই অজ্ঞান হয়ে পড়েন ওই প্রৌঢ়া। তাঁকে নিয়ে যাওয়া হয় আইসিইউ-তে। সেখানেই মারা যান আকলিমা বিবি।

মৃতের ভাই আলম শেখের বলেন, ‘যে টাকা দিতে পারবে সেই বেড পাবে। সবটাই এখানে দালালচক্রের হাতে। ঠিক সময়ে বেড পেলে এভাবে আমার দিদিকে মারতে হতো না।’

প্রসঙ্গত, এর আগে কামারহাটির বিধায়ক মদন মিত্র এসএসকেএম হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন।

মুখ্যমন্ত্রীর কড়া বার্তা রয়েছে হাসপাতালগুলির জন্য। নির্দেশে বলা হয়েছে, বেড না পেয়ে কোনও রোগী যাতে না ফেরেন। যদি বেড না থাকে তবে রোগীকে চিকিৎসা দিতে হবে যতক্ষণ না তিনি অন্য হাসপাতালে জায়গা পান। সে ক্ষেত্রে হাসপাতালকে জেনে রোগীর পরিবারকে বলতে হবে অন্য কোন হাসপাতালে বেড আছে। তাঁকে সেখানে পাঠাতে হবে। কিন্তু সেই নির্দেশ যে খাতায় কলমে, আকলিমা বিবির মৃত্যুতে তাই আবার প্রমাণ দিল।