Bhangar: ভাঙড়ের জিরানগাছায় গায়ের জোরে জমি অধিগ্রহণের অভিযোগ ঘিরে উত্তেজনা, চলল গুলি

গায়ের জোরে জমি অধিগ্রহণের অভিযোগ শিল্প সংস্থার বিরুদ্ধে। তার জেরেই ফের উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়ের জিরানগাছা। বিক্ষোভকারী চাষিদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুক্রবার এই ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। কাশীপুর থানার পুলিশের সঙ্গে পৌঁছয় লেদার কমপ্লেক্স থানার পুলিশও। তবে কে বা কারা গুলি চালিয়েছে তা নিশ্চিতভাবে এখনো জানা যায়নি।

ISF-এর অভিযোগ, জিনারগাছায় চাষিদের ইচ্ছার বিরুদ্ধে তাদের জমি অধিগ্রহণ করে প্রকল্প তৈরি করছে একটি বেসরকারি সংস্থা। সেই কাজে তাদের মদত দিচ্ছে তৃণমূল। চাষিরা বিরোধিতা করলে তাদের ওপর আক্রমণ হচ্ছে। তার থেকেই গন্ডগোলের সূত্রপাত।

পালটা তৃণমূলের দাবি, এই প্রকল্পের সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। ISF উদ্দেশ্যপ্রণোদিতভাবে চাষিদের প্ররোচনা দিচ্ছে।

তবে বাম ও বিজেপির দাবি, রাজ্য জুড়ে চলছে তৃণমূলি দুষ্কৃতীদের তাণ্ডব। জমি থেকে ভেড়ি সব কিছু নিয়ন্ত্রণ করছে তৃণমূল যার থেকে বিবাদের সূত্রপাত।

এদিন গুলি চলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাশীপুর থানার পুলিশ। কিছুক্ষণের মধ্যে KLC থানার পুলিশও সেখানে হাজির হয়। তবে কে বা কারা গুলি চালিয়েছে তা জানা যায়নি। প্রকল্পের শ্রমিকদের সঙ্গে কথা বলছেন পুলিশ আধিকারিকরা।