Calcutta High Court: তদন্তকারী সংস্থার প্রতি অভিযুক্তের অনাস্থা আদালতের কাছে গুরুত্বহীন: হাইকোর্ট

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে মূল অভিযুক্ত দেবাঞ্জন দেবের আবেদনে কর্ণপাত করল না কলকাতা হাইকোর্ট। বুধবার মামলাটি বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে ওঠে। সেখানে দেবাঞ্জনের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য দাবি করেন, প্রভাবশালীরা এই ঘটনায় যুক্ত। তাঁদের বাঁচাতে তদন্তকে নষ্ট করছে পুলিশ। তবে বিকাশবাবুর সওয়ালে কর্ণপাত করেনি আদালত।

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে একাধিক প্রভাবশালী যুক্ত। তাঁদের বাঁচাতে তথ্যপ্রমাণ নষ্ট করছে কলকাতা পুলিশ। একই সঙ্গে জামিনে মুক্তির পর তাঁর সুরক্ষাও প্রশ্নের মুখে। তাই তাঁকে কেন্দ্রীয় বাহিনীর পাহারা দেওয়া হোক। এই ২ দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন দেবাঞ্জন দেব। বুধবার বিচারপতি জয় সেনগুপ্তের ডিভিশন বেঞ্চে তাঁর হয়ে সওয়াল করে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, এই কাণ্ডের সঙ্গে রাজ্যের শাসকদলের প্রভাবশালীরা যুক্ত। তাই পুলিশ তদন্তকে নষ্ট করার চেষ্টা করছে। একাধিক নথি তুলে ধরে নিজের দাবি প্রমাণ করার চেষ্টা করেন তিনি। কিন্তু কোনও বক্তব্যেই কর্ণপাত করেননি বিচারপতি। তিনি বলেন, ‘একজন অভিযুক্ত তদন্তকারী সংস্থার প্রতি অনাস্থা প্রকাশ করলে তা আদালতের কাছে গ্রহণযোগ্য নয়। দেবাঞ্জন যাদের নামে অভিযোগ করেছেন এই ঘটনার সঙ্গে তাঁদের ন্যূনতম কোনও যোগ তদন্তে উঠে আসেনি। আর এতদিন পরে কেন আদালতে এলেন তিনি?’

একই সঙ্গে বিকাশবাবু দেবাঞ্জনকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার দাবি জানান। সেই দাবি খারিজ করে বিচারপতি সেনগুপ্ত বলেন, ওনার নিরাপত্তায় কোনও আশঙ্কা নেই। তার পরেও যদি ওনার নিরাপত্তা প্রয়োজন হয়, তাহলে পদ্ধতি মেনে উনি সংশ্লিষ্ট সংস্থার কাছে আবেদন করতে পারেন। এব্যাপারে সেই সংস্থাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।