Anupam Hazra: উঠল কেন্দ্রীয় নিরাপত্তা, অনুপম হাজরার TMCতে ফেরা কি সময়ের অপেক্ষা?

সম্প্রতি একের পর এক বিস্ফোরক মন্তব্য করে দলের রাজ্য নেতৃত্বকে অস্বস্তিতে ফেলেছিলেন কেন্দ্রীয় বিজেপির সাধারণ সম্পাদক অনুপম হাজরা। প্রশ্ন তুলেছিলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নিরাপত্তা নিয়েও। সেই অনুপমের কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নিল অমিত শাহের দফতর। গত ৫ ডিসেম্বর থেকে অনুপমের নিরাপত্তা তুলে নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। এই পদক্ষেপের মাধ্যকে বিজেপির শীর্ষ নেতৃত্ব দলে শৃঙ্খলা নিয়ে কড়া বার্তা দিল বলে মনে করা হচ্ছে।

গত কয়েক মাস ধরে একের পর এক মন্তব্য করে রাজ্য বিজেপির নেতাদের অস্বস্তিতে ফেরেছেন অনুুপম। বাদ যাননি কেউ। তাঁর নিশানায় ছিলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী। এমনকী বীরভূম জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা তাঁকে খুন করার জন্য লোক লাগিয়েছেন বলেও দাবি করেন অনুপম। এর পর বীরভূমের খয়রাশোলে অনুপমের বিজয়া সম্মিলনীর মঞ্চ ভাঙচুর করেন দলীয় কর্মীরাই।

অনুপমকে নিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে অনেক দিন ধরেই অভিযোগ জমা পড়ছিল। অনেকে তাঁকে বহিষ্কারের দাবিও করেন। তাঁদের অভিযোগ ছিল, অনুপম বিজেপিতে থেকে তৃণমূলের হাত শক্ত করছেন।

সূত্রের খবর, বিশৃঙ্খলা যে দলে বরদাস্ত করা হবে না তার বার্তা দিতে অনুপমের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহারের পথে হাঁটলেন শাহ। এতদিন ওয়াই শ্রেণির নিরাপত্তা পেতেন অনুপম। গত ৫ ডিসেম্বর অনুপমকে জানিয়েই তা প্রত্যাহার করা হয়েছে। আর নিরাপত্তা প্রত্যাহার হতেই দিল্লি চলে গিয়েছেন অনুপম।

বিজেপি সূত্রের খবর, গত বিধানসভা নির্বাচনে টিকিট না পাওয়ার পর থেকেই ক্ষেপে রয়েছেন অনুপম হাজরা। আসন্ন লোকসভা নির্বাচনেও তাঁর টিকিট পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ফলে যে কোনও দিন তৃণমূলে ফিরতে পারেন তিনি। এব্যাপারে অনুপমের কোনও প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।