টসের পর বৃষ্টির বাধা

স্থানীয় সময় সকাল ১১টায় খেলা শুরুর কথা। এর আধঘণ্টা আগে হয়ে গেছে টস। তবে খেলা শুরুর ১০ মিনিট আগে বৃষ্টি নেমেছে। পিচ ঢাকা হয়েছে কভার দিয়ে।

টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ

বাংলাদেশের ক্রিকেটে বইছে সুবাতাস। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে উঠেছে যুব দল। বিজয় দিবসে দক্ষিণ আফ্রিকায় প্রথমবার ওয়ানডে জিতেছেন মেয়েরা। এবার কি তবে নিউজিল্যান্ডে হাসবে নাজমুল হোসেন শান্তরা! এমন আশা করা বাড়াবাড়ি নয়। এখন মাঠের লড়াইয়ের অপেক্ষা। ডানেডিনে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ।  

নিউজিল্যান্ডের মাটিতে গত বছরের সুখস্মৃতি এখনও তরতাজা। মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে প্রথম টেস্টে ৮ উইকেটের দুর্দান্ত জয় পেয়েছিল বাংলাদেশ। তাসমান পাড়ের দেশটিতে ক্রিকেটীয় লড়াইয়ে এটাই বাংলাদেশের একমাত্র সাফল্য, তিন ফরম্যাটে ৩৬ ম্যাচ খেলে ৩৫টিতেই হেরে গেছে তারা। এবার দ্বিতীয় জয় পাওয়ার লক্ষ্য। নাজমুল হোসেন শান্ত তো জানিয়েই দিলেন, সিরিজ জেতাই লক্ষ্য তাদের। এই মিশনে কিছুক্ষণ পর ওয়ানডে সিরিজ শুরু করছে বাংলাদেশ, যে ফরম্যাটে তারা নিউজিল্যান্ডে খেলেছে ১৬ ম্যাচ। বলাবাহুল্য, সবগুলোতেই হার। এবার কি সেই গেরো কাটাতে পারবে বাংলাদেশ? সেটাই দেখার অপেক্ষা।

নিউজিল্যান্ড স্কোয়াড: উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, হেনরি নিকোলস, টম ল্যাথাম (উইকেটকিপার ও অধিনায়ক), মার্ক চাপম্যান, টম ব্লান্ডেল, অ্যাডাম মিলনে, জশ ক্লার্কসন, জ্যাকব ডাফি, ইশ সোধি, উইল ও’রোরকে।

বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।