Anupam Hazra: ডিল কি তবে পাকা? অনুপম তৃণমূলে এলে স্বাগত জানাব, বললেন কাজল শেখ

আগেই আভাস দিয়েছিল হিন্দুস্তান টাইমস বাংলা। সেই অনুমান সত্যি করে এবার বার্তা এল তৃণমূল শিবির থেকে। বিজেপি নেতা অনুপম হাজরার প্রশংসায় পঞ্চমুখ হলেন বীরভূম জেলা তৃণমূলের নেতা তথা জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। বললেন, অনুুপমের সঙ্গে মিশেছি। ও ভালো ছেলে।

গত ৫ ডিসেম্বর অনুপমের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করেছে অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় বিজেপির সম্পাদক অনুপম তার আগে পর্যন্ত ওয়াই শ্রেণির নিরাপত্তা পেতেন। কিন্তু মাঝেমাঝেই রাজ্য বিজেপির নেতাদের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করে দলের অস্বস্তির কারণ হয়েছেন তিনি। তার শাস্তি হিসাবেই অনুুপমের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে বলে মনে করছেন অনেকে।

তৃণমূলের টিকিট না পেয়ে গত লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগদান করেছিলেন অনুপম। যাদবপুরে মিমি চক্রবর্তীর বিরুদ্ধে প্রায় ৩ লক্ষ ভোটে হারেন তিনি। এর পর বিধানসভা নির্বাচনে অনুপমকে টিকিট দেয়নি বিজেপি। আসন্ন লোকসভা নির্বাচনেও শিকে ছেঁড়ার সম্ভাবনা কম বুঝে দলের বিরুদ্ধে অস্বস্তিকর মন্তব্য করতে শুরু করেন। তার মধ্যেই তাঁর কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহারের ঘটনায় বিজেপির সঙ্গে অনুপমের বিচ্ছেদ পাকা বলে মনে করছেন অনেকেই।

এরই মধ্যে কাজল শেখের মন্তব্য সেই জল্পনায় ঘি ঢেলেছে। সাংবাদিকদের তিনি বলেন, ‘অনুপম হাজরা একটা শিক্ষিত ভালো ছেলে। যদিও এখন আমার দলে নেই, বিজেপি করেন। কিন্তু ভালোকে তো আর খারাপ বলতে পারব না। শিক্ষিত মানুষ হিসাবে অনুপম হয়তো বুঝতে পারছেন যে তাঁর সঙ্গে অন্যায় হচ্ছে। সেটা তিনি মেনে নিতে পারছেন না। তাই সত্যিটা বলে ফেলেছেন।’

তিনি কেন অনুপমকে ভালো ছেলে বলেছেন তার ব্যাখ্যাও দেন কাজল শেখ। তিনি বলেন, ‘বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য যা করেছেন তাকে তো কোনও শুভবুদ্ধিসম্পন্ন মানুষ সমর্থন করতে পারে না। প্রাক্তন ছাত্র ও অধ্যাপক হিসাবে অনুপমও তার বিরোধিতা করেছেন। তাই বললাম ভালো ছেলে।’ তাঁর পরামর্শ, ‘অনুপম তৃণমূলে আসতে চাইলে রাজ্য নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করুক। ও তৃণমূলে এলে আমি স্বাগত জানাব’।