Viral News: ২৪ মিনিট ধরে বন্ধ হৃদস্পন্দন, মৃত্যুর পরেও বেঁচে উঠলেন এই মহিলা

টানা ২৪ মিনিট ধরে মৃত অবস্থায় থাকার পরে ফের বেঁচে উঠলেন এক মহিলা। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে।

টানা ২৪ মিনিট ধরে বন্ধ ছিল হৃদস্পন্দন। চিকিৎসকেরা ‘ক্লিনিকালি ডেড’ বলে ঘোষণা করেছিলেন। কিন্তু তারপরেও ফের বেঁচে উঠলেন লরেন ক্যানাডে নামের ওই মহিলা। এবার এই আশ্চর্যজনক অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ করে নিলেন লরেন।

আরও পড়ুন: হার্ট সুস্থ রাখে, ক্যানসার প্রতিরোধেও সাহায্য করবে এই ফল, খাবেন নাকি

হৃদস্পন্দন বন্ধ হওয়ার প্রায় আধ ঘন্টা পরে তাকে পুনরুজ্জীবিত করা হয় এবং লরেন জানান যে জ্ঞান ফেরার পরে তিনি বিগত কয়েক সপ্তাহের স্মৃতি একেবারেই ভুলে গিয়েছেন।

আরও পড়ুন: টাইরানোসরাসের পেটে মিলল শিশু ডাইনোসোর! জীবাশ্ম থেকে জানা গেল অদ্ভুত তথ্য

রেডডিটে প্রচারিত ‘আস্ক মি এনিথিং’ সেশনের সময় লরেন জানান, ‘গত ফেব্রুয়ারিতে আমার হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট হয়। আমার স্বামী ৯১১ নম্বরে ফোন করেন এবং সিপিআর শুরু করেন। প্রায় ২৪ মিনিট ধরে ইএমটি-র পরে আমি প্রাণ ফিরে পাই। অবশেষে ৯ দিন আইসিইউতে থাকার পর আমাকে সুস্থ বলে ঘোষণা করা হয় এবং এমআরআইতে মস্তিষ্কের কোনও ক্ষতি দেখা দেয়নি’

আরও পড়ুন: নিয়মিত ফেস মাসাজ করলে কী হয় জানেন? এর গুণে দূর হবে সাইনাসের সমস্যা

লরেন আরও জানান যে তাঁর ইলেক্ট্রোএনসেফালোগ্রামের রিপোর্ট স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে, যদিও বেঁচে ওঠার পরে প্রায় ৩০ মিনিটের বেশি সময় ধরে তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন।

আরও পড়ুন: একেবারেই খিদে পায় না? একদম অবহেলা করবেন না, প্রাণঘাতী হতে পারে এই সমস্যা

ক্লিনিকাল পরিভাষায়, লরেনের এই ঘটনাটিকে লাজারাস এফেক্ট বা অটোরিসাসসিটেশন বলে। এই বিরল ঘটনাটি ঘটে যখন কোনও রোগীর কার্ডিয়াক অ্যারেস্টের পরে মৃত্যু হওয়ার পরে হঠাৎ করে জীবন ফিরে পান।

নিউ ইয়র্ক পোস্ট অনুযায়ী, লরেনের এই ঘটনাটি বেশ আকর্ষণীয় কারণ এক্ষেত্রে বেশিরভাগ মানুষ তাদের জীবন ফিরে পাওয়ার পরে আর বেশিদিন বাঁচেন না।

আরও পড়ুন: বেগুনের রয়েছে অজানা গুণাগুণ! এই সবজি রোজ খেলে কী কী হয় জানেন

১৯৮২ থেকে ২০১৮ সালের মধ্যে নথিভুক্ত ৬৫টি ঘটনার মধ্যে মাত্র ১৮ জন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন বলে জানা গিয়েছে।