আমিরাতের লিগে ২০ মাস নিষিদ্ধ নাভিন

শারজা ওয়ারিয়ার্সের সঙ্গে খেলোয়াড়ের চুক্তি লংঘন করে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে ২০ মাস নিষিদ্ধ হলেন নাভিন উল হক। আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে হতে যাওয়া টুর্নামেন্টের জন্য তাকে রিটেইন করতে চেয়েছিল শারজা। এজন্য আফগানিস্তান পেসারের কাছে নোটিশ পাঠায় তারা। কিন্তু তা স্বাক্ষরে অস্বীকৃতি জানান নাভিন।

এই সিদ্ধান্ত অনুযায়ী নাভিন ২০২৪ ও ২০২৫ সালের আইএল টি-টোয়েন্টি খেলতে পারবেন না। তবে অন্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে বাধা নেই। জানা গেছে, তার আইপিএল দল লখনউ সুপার জায়ান্টসের মালিকানাধীন দক্ষিণ আফ্রিকান এসএ২০ লিগের দল ডারবান’স সুপার জায়ান্টসের সঙ্গে চুক্তি করেছেন তিনি।

২০২৩ সালে আইএল টি-টোয়েন্টির প্রথম আসরে নাভিনের সঙ্গে চুক্তি করে শারজা। একই শর্তাবলীর রিটেইনশন নোটিশ এই বছরের শুরুতে তার কাছে পাঠানো হয়। কিন্তু তাতে স্বাক্ষর করেননি আফগান তারকা। পরে শারজার অভিযোগের ভিত্তিতে আইএল টি-টোয়েন্টির ডিসিপ্লিনারি কমিটি কাজ শুরু করে। দুই পক্ষের কাছ থেকে মতামত শুনে ও তদন্ত শেষে তাকে নিষেধাজ্ঞা দেয়।

প্রথম আসরে শারজার জার্সিতে দারুণ পারফর্ম করেন নাভিন। জুনাইদ সিদ্দিকীর সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ১১ উইকেট শিকার করেন। যদিও দলটি তাদের ১০ ম্যাচে মাত্র তিনটি জিতেছিল।