Bangladeshi Infiltrator: বেঙ্গালুরুর পথে হাওড়া স্টেশন থেকে গ্রেফতার ৭ বাংলাদেশি অনুপ্রবেশকারী

হাওড়া স্টেশন থেকে ৭ জন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল RPF. রবিবার সন্ধ্যায় হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স থেকে তাঁদের গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে ৩ জন নারী ও ৪ জন পুরুষ বলে জানা গিয়েছে।

RPF সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে শেখ জাকির নামে এক যুবককে ঘোরাফেরা করতে দেখা যায়। অবৈধভাবে সীমান্ত পারাপারের দালাল হিসাবে আগেও গ্রেফতার হয়েছেন এই যুবক। তাঁকে দেখেই সক্রিয় হয়ে ওঠেন আধিকারিকরা। জাকিরকে পাকড়াও করে নিয়ে আসেন RPF জওয়ানরা। জেরায় সে স্বীকার করে ৭ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ট্রেনে তুলে দিতে হাওড়া স্টেশনে এসেছে সে। এর পর ৭ অনুপ্রবেশকারীকেও গ্রেফতার করে RPF.

জেরায় ধৃতরা জানিয়েছে উত্তর ২৪ পরগনার ঘোজাডাঙা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিল তারা। নির্মাণ শ্রমিক, দিনমজুরি এবং গৃহকর্মী হিসাবে কাজের জন্য বেঙ্গালুরু যাবার পরিকল্পনা ছিল তাদের। জিজ্ঞাসাবাদের সময় ধৃতরা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি বলে অভিযোগ। হাওড়া জিআরপি ফরেনার্স অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে ধৃতদের বিরুদ্ধে।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের অর্থনীতির অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর বিদেশের ওপর নির্ভরতায় সেদেশে মুদ্রাস্ফীতির ওপর নিয়ন্ত্রণ রাখতে পারছে না হাসিনা সরকার। যার ফলে বাংলাদেশ ছাড়ার হিড়িক পড়েছে। যার সব থেকে বেশি চাপ পড়ছে প্রতিবেশী দেশ ভারতের ওপরে। শনিবার হুগলির মগরায় বাজারে ফুলকপি বিক্রির সময় ২ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে পুলিশ। তারা বাংলাদেশের চট্টোগ্রামের বাসিন্দা বলে দাবি করেছে।