Ration Scam: রেশন দুর্নীতিতে ১০০০ কোটি পকেটে পুরেছেন বাকিবুর, দিল্লিতে রিপোর্ট দিল ED

রেশন দুর্নীতিতে কি সামনে আসতে চলেছে আরও চাঞ্চল্যকর কোনও তথ্য? এমনই আশঙ্কা তৈরি হয়েছে ইডি সূত্রে পাওয়া একটি তথ্যে। জানা গিয়েছে, সম্প্রতি দিল্লির সদর দফতরে রিপোর্ট দিয়ে ইডির গোয়েন্দারা জানিয়েছেন রেশন দুর্নীতিতে শুধু বাকিবুর প্রায় ১০০০ কোটি টাকা পকেটে পুরেছে। যদিও চলতি মাসে পেশ করা চার্জশিটে ইডি ৪৫০ কোটি টাকা দুর্নীতির কথা উল্লেখ করেছে।

ইডি সূত্রে খবর, রেশন দুর্নীতির অংক ঠিক কত তা এখনো পুরো হিসাব করে উঠতে পারেনি তারা। তবে ১০ বছরে দুর্নীতির মাধ্যমে বাকিবুর প্রায় ১০০০ কোটি টাকা পকেটে পুরেছে বলে অনুমান তাদের। সেকথা জানিয়ে দিল্লিতে রিপোর্টও দিয়েছেন ইডির কলকাতার আধিকারিকরা।

ইডি সূত্রে জানা গিয়েছে, রেশন ডিস্ট্রিবিউটারদের ২৫ শতাংশ করে কম বরাদ্দ পাঠিয়েও বিপুল টাকা আত্মসাৎ করেছেন বাকিবুর। সেই টাকার একাংশ বিনিয়োগ করেছেন বাকিবুর নিজে। বাকিটা গিয়েছে প্রভাবশালীদের কাছে। তবে ঠিক কত টাকা পাচার হয়েছে তা এখনো বুঝে উঠতে পারেনি ইডির তদন্তকারীরা।

ইডির অনুমান, শুধু বালু নন, আরও প্রভাবশালীদের কাছে গিয়েছে রেশন দুর্নীতির টাকা। সেই টাকার হদিশ পেতে বাকিবুরকে ফের জিজ্ঞাসাবাদ করতে পারেন গোয়েন্দারা।