রাজ্যে ৩ – ৪টে সিবিআই থানা তৈরি করা দরকার: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

রাজ্যে সিবিআই থানা তৈরির প্রয়োজন বলে মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চলতি সপ্তাহে প্রথমদিন এজলাসে বসেই বিস্ফোরক মন্তব্য করলেন বিচারপতি। বৃহস্পতিবার আলিপুরদুয়ার মহিলা সমবায় দুর্নীতি সংক্রান্ত মামলায় এই মন্তব্য করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। শুনানিতে এদিন রাজ্যের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ তোলে সিবিআই।

গত কয়েকদিন ধরে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কট করেছিলেন আইনজীবীরা। বৃহস্পতিবার এজলাসে এসে বিচারপতি দেখেন সেখানে হাতে গোনা মানুষ। মিনিট ২০ বসে উঠে যান তিনিষ। এর পর আইনজীবীকে বয়কট প্রত্যাহার করতে অনুরোধ করেন তিনি। বিচারপতির অনুরোধে এজলাসে ফেরেন আইনজীবীরা। আর তার পর ওঠে আলিপুরদুয়ার মহিলা সমবায় দুর্নীতি সংক্রান্ত মামলাটি।

শুনানি চলাকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রশ্ন করেন, প্রায় ২ মাস হল মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছি। এখনো তদন্তে কোনও অগ্রগতি হল না কেন? জবাবে সিবিআইয়ের আইনজীবী বলেন, এই মামলার তদন্তে পুলিশ কোনও সহযোগিতা করছে না। এমনকী আদালতের নির্দেশও মানছে না। একথা শুনে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, রাজ্যে সিবিআই থানা তৈরির সময় এসেছে। রাজ্যে অন্তত ৩ – ৪টি সিবিআই থানা তৈরির প্রয়োজন। ইন্সপেক্টর – কন্সটেবল দিয়ে থানা তৈরি করতে হবে। মানুষ পুলিশ – আদালত ঘুরে ঘুরে হয়রান হচ্ছে। কিন্তু পুলিশ অভিযোগ জমা নিচ্ছে না।

বলে রাখি, গত ১৮ অক্টোবর আলিপুরদুয়ার মহিলা সমবায় দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। প্রথমে সিআইডির বিরুদ্ধে নথি হস্তান্তর না করার অভিযোগ ওঠে। তার পর সিবিআই আধিকারিকদের যাতায়াত ও থাকার ব্যবস্থা রাজ্যকে করার নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশ মানা হয়নি বলে অভিযোগ।

বিচারপতির মন্তব্য নিয়ে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘বিচারপতিকে এই ধরণের মন্তব্য করতে হচ্ছে এটা দুর্ভাগ্যজনক। রাজ্যে কোনও সংবিধানের শপথ নেওয়া সরকার রয়েছে বলে মনে হচ্ছে না। এমন সব মমালা আদালতে হচ্ছে যা পুলিশেরই সমাধান করে দেওয়া উচিত।’