ভোটে সহিংসতা না করার প্রতিশ্রুতি বাগমারার দুই প্রার্থীর

নির্বাচনি সংহিসতা বন্ধে রাজশাহী-৪ (বাগমারা) আসনে ঝটিকা সফর করেছেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শামীম আহমেদ এবং পুলিশ সুপার সাইফুল ইসলাম।

সোমবার (২৫ ডিসেম্বর) বিকালে হঠাৎ তারা বাগমারা যান। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতরে আসন্ন সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক (কাঁচি), আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ (নৌকা) ও বিএনএম প্রার্থী সাইফুল ইসলাম রায়হানের (নোঙ্গর) সঙ্গে বৈঠক করেন। এ সময় তারা নির্বাচনি এলাকার আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনা করেন।

বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরীরসহ জেলা প্রশাসক ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে থাকা এক কর্মকর্তা জানান, নির্বাচন কেন্দ্র করে যে সব ঘটনা ঘটেছে সে বিষয় নিয়ে দুই প্রার্থীর সঙ্গে খোলামেলা আলোচনা করেন জেলা প্রশাসক শামীম আহমেদ ও পুলিশ সুপার সাইফুল ইসলাম। গত কয়েক দিনে যে সহিংসতার ঘটনা ঘটেছে তা যেন আর না ঘটে সে বিষয়ে দিক নির্দেশনামূলক আলোচনা হয়েছে। নির্বাচনের মাঠে কোনও সহিংসতা যাতে না ঘটে সে ব্যাপারে সংযত হতে উভয় প্রার্থীর প্রতি আহ্বান জানান তারা। বৈঠক শেষে দুই প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক (স্বতন্ত্র) ও আবুল কালাম আজাদ (আওয়ামী লীগ) হাতে হাত রেখে সহিংসতা করবেন না বলে প্রতিশ্রুতি দেন। এ সময় তারা কোলাকোলিও করেন।

এদিকে, হঠাৎ জেলা প্রশাসক শামীম আহমেদ ও পুলিশ সুপার সাইফুল ইসলামের এই ঝটিকা সফরে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। বিগত কয়েক দিন ধরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ সমর্থকদের মধ্যে একাধিক সহিংসতার ঘটনা ঘটে। এ নিয়ে ভোটারদের মাঝে আতঙ্ক ঝড়িয়ে পড়ে।

এদিকে বৈঠক শেষে রিটানিং অফিসার ও জেলা প্রশাসক শামীম আহমেদ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি নির্বাচনের বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্য দিয়ে সহযোগীতা করার আহ্বান জানান।