Bangla Jokes Collection: শীতের সকালে মেজাজ যেন খারাপ না হয়, পড়ুন দিনের সেরা ৫ জোকস, থাকুন মস্তিতে

১। স্কুলে পড়া ধরছেন শিক্ষক মহাশয়। ক্লাসের সবচেয়ে ফাঁকিবাজ ছেলে হল পল্টু। কিন্তু পল্টু একই সঙ্গে বেশ চালাকচতুরও। মাস্টারমশাই আজ পল্টুকে জব্দ করার মেজাজে ছিলেন। প্রশ্ন করলেন, ‘বল তো, তাজমহল কে তৈরি করেছিলেন?’ প্রশ্নটা সরাসরি পল্টুকেই করা। 

পল্টুর জবাব: মিস্ত্রিরা স্যার।

(আরও পড়ুন: ছুটির দিনে সকালে হাসতে হাসতে লুটিয়ে পড়ুন! রইল দিনের সেরা ৫ জোকস)

২। চুরি করতে গিয়ে ধরা পড়েছে চোর। রাতের বেলা গয়নার দোকানে ঢোকার চেষ্টা করছিল সে। তাকে আদালতে হাজির করা হল।

বিচারক: আপনার পেশা কী?

আসামি: আজ্ঞে, আমি তালা এক্সপার্ট।

বিচারক: তালা এক্সপার্ট! আপনার কাজ তো দিনে থাকার কথা। কিন্তু রাত দুটোয় আপনি সোনার দোকানে কী করছিলেন?

আসামি: ওদের গেটের তালাটা ঠিক আছে কি না পরখ করে দেখছিলাম!

(আরও পড়ুন: দিনের সেরা ৫ জোকস পড়ে মুড ভালো করে নিন, আর সারা দিন থাকুন একদম আনন্দে)

৩। দুই মহিলা গল্প করছেন।

প্রথম মহিলা: তোমার ছেলে নাকি বিদেশে পড়তে গিয়েছে? কোন বিষয়ে? 

দ্বিতীয় মহিলা: হ্যাঁ, তথ্য ও যোগাযোগ মাধ্যমের ওপর পিএইচডি করছে।

প্রথম মহিলা: বাহ্! তা সে কি বিয়ে করেছে? আছে কেমন?

দ্বিতীয় মহিলা: কীভাবে বলি? সে তো চিঠিও লেখে না, ফোনও করে না।

(আরও পড়ুন: বড়দিনের সকালে তো হাসতেই হবে! জমিয়ে পড়ুন দিনের সেরা ৫ জোকস, উৎসব হোক আরও রঙিন)

৪। একটি বিমান দুর্ঘটনায় মারা গেল বিমানের সব যাত্রী আর কর্মচারী। ভাগ্যক্রমে বেঁচে গেল বিমানে উপস্থিত একটি বানর। কীভাবে বিমানটি দুর্ঘটনায় পড়ল, জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হলো। তদন্ত কমিটির লোকেরা তদন্তের সুবিধার্থে অনেক কষ্টে বানরটিকে ইশারায় কথা বলা শেখাল। অতঃপর তদন্ত কমিটির সামনে হাজির করা হলো বানরটিকে।

তদন্ত কমিটি: দুর্ঘটনার সময় পাইলট কী করছিল?

‘পাইলট বাথরুমে ছিল।’ ইশারায় বলল বানরটি।

তদন্ত কমিটি: দুর্ঘটনার সময় কো-পাইলট কী করছিল?

বানর: ঘুমোচ্ছিল।

তদন্ত কমিটি: দুর্ঘটনার সময় বিমানসেবিকা কী করছিল?

বানর: যাত্রীদের দেখাশোনা করছিল।

তদন্ত কমিটি: দুর্ঘটনার সময় তুমি কী করছিলে?

এবার বলল বানর, ‘বিমান চালাচ্ছিলাম’!

(আরও পড়ুন: সকাল সকাল প্রাণভরে হেসে নিন! পড়ুন দিনের সেরা ৫ জোকস, চাঙ্গা থাকুন সারা দিন)

৫। স্বামী-স্ত্রীর কথা হচ্ছে।

স্ত্রী: এই শোনো, আজ দুঃস্থ সেবাশ্রম থেকে পুরনো কাপড়চোপড় চাইতে দু’জন লোক এসেছিল।

স্বামী: দিয়েছ কিছু?

স্ত্রী: হ্যাঁ, তোমার ১০ বছরের পুরনো শার্টটা আর গত সপ্তাহে কেনা আমার শাড়িটা দিয়েছি।