Indian Cricket Team Star Mohammed Shami

নয়াদিল্লি: বিশ্বকাপ জুড়ে দুরন্ত পারফরম্যান্স। নাগাড়ে ১০ জয়। তাও বিশ্বকাপ (CWC 2023) হাতছাড়া। খেতাব জয়ের লক্ষ্যে নিজেদের সর্বস্বটা উজাড় করে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা। তাই ঠিক কী কারণে বিশ্বকাপ ফাইনালে ভারতীয় দলকে (Indian Cricket Team) হারতে হল, তা আজও অজানা মহম্মদ শামির (Mohammed Shami) কাছে।

সম্প্রতি রিপোর্টারদের মুখোমুখি ভারতের তারকা ফাস্ট বোলার শামি বলেন, ‘গোটা দেশেই তো ওই দিন হতাশ হয়েছিল। আমরা পর পর ম্যাচ জিতে যে গতিটা পেয়েছিলাম, সেটা তো শেষ পর্যন্ত ধরে রাখার চেষ্টায় সর্বস্বটা উজাড় করে দিয়ে জেতার জন্য সচেষ্ট ছিলাম। তবে শেষমেষ কী ভুল হল, বুজতেই পারছি না।’

ভারতীয় দল খেতাব জিততে না পারলেও কিন্তু শামি নিজের পারফরম্যান্সে সকলেরই নজর কেড়েছিলেন। টুর্নামেন্টের প্রথম চার ম্যাচে তিনি ভারতীয় একাদশে জায়গাই পাননি। তবে হার্দিক পাণ্ড্যর চোটের জেরে শামি সুযোগ পান। আর প্রথম সুযোগেই নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে বাজিমাত। পাঁচ উইকেট নেন ভারতের তারকা ফাস্ট বোলার। তিনিই বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হিসাবে টুর্নামেন্ট শেষ করেন। পাশাপাশি প্রথম ভারতীয় বোলার হিসাবে মেগা টুর্নামেন্টে ৫০টি উইকেট নেওয়ার কৃতিত্বও নিজের নামে করেন তিনি।

বর্তমানে শামি অবশ্য চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন। তিনি দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের হয়ে খেলতে পারছেন না। হার্দিকের প্রত্যাবর্তন নিয়েও রয়েছে ধোঁয়াশা। সূত্রের খবর, আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও হয়ত পাওয়া যাবে না হার্দিককে। বিশ্বকাপে ৪ ম্য়াচে ৫ উইকেট নিয়েছেন বঢোদরার অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৪ রানের বিনিময়ে ২ উইকেট ঝুলিতে পুরে নিয়েছিলেন হার্দিক। অক্টোবরের ১৯ তারিখ বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচেই শেষবার মাঠে নেমেছিলেন। নিজের ওভারে বল করার সময় চোট পান হার্দিক।

এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজেও দেখা যায়নি তাঁকে। টি-টোয়েন্টি সিরিজে সূর্যকুমার যাদবকে অধিনায়ক হিসেবে দেখা যায় অজিদের বিরুদ্ধে। কিছুদিন আগেই নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক আধিকারিক পিটিআইকে জানান, ‘হার্দিকের ফিটনেস নিয়ে এখনও কোনও আপডেট নেই। তাই আইপিএলের আগে ওর ফিট হওয়া নিয়ে কিন্তু একটা বিরাট প্রশ্নচিহ্ন রয়েই গিয়েছে।’ 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: ‘এরাই কিছুদিন আগে আমায় কটূক্তি করছিলেন’, দুরন্ত শতরানের পর সমালোচকদের জবাব রাহুলের