Bhangar: বৈঠকে বলতে না দেওয়ার অভিযোগ, ভাঙড়ে পঞ্চায়েত সমিতির সামনে ISFএর বিক্ষোভ

পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটির বৈঠক নিয়ে ফের উত্তেজনা ভাঙড়ে। বৈঠকে বিরোধী দলের প্রতিনিধিদের বলতে দেওয়া হয়নি, এই অভিযোগে দিনভর বিক্ষোভ দেখালেন ISF এর প্রতিনিধিরা। দিনান্তে কাশীপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির উন্নয়নমূলক কাজ নিয়ে স্থায়ী কমিটির বৈঠক ছিল। বৈঠকে হাজির ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম ও স্থানীয় ISF বিধায়ক নওসাদ সিদ্দিকি। বৈঠক চলাকালীন ২ পক্ষ বচসায় জড়িয়ে পড়ে বলে অভিযোগ। ISFএর অভিযোগ বৈঠকে তাদের বলতে দেওয়া হয়নি।

সেই বচসার আঁচ পৌঁছয় বাইরেও। তৃণমূলের বিরুদ্ধে কণ্ঠরোধ করার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন ISF সমর্থকরা। এর পর টায়ার জ্বালিয়ে শুরু হয় পথ অবরোধ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাশীপুর থানার বাহিনী। বেশ কিছুক্ষণের চেষ্টায় অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সভা শেষে বিধায়ক নওসাদ সিদ্দিকি বলেন, ‘আমাদের বলতে না দিয়ে সভাপতি তাড়াতাড়ি সভার সমাপ্তি ঘোষণা করেছেন। আমি বিডিও সাহেবকে গিয়ে প্রশ্ন করলাম, বলতেই যদি দেবেন না তাহলে শুধু শুধু অপমান করার জন্য ডেকে আনলেন কেন? এটা তো সভার নিয়মের পরিপন্থী।’ এই নিয়ে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।