Local Train: লোকাল ট্রেনে উঠে পড়লেন ভারতীয় ধনকুবের, যাত্রীরা হতবাক, স্যার গাড়ি কোথায় গেল?

বিত্তশালী মানুষজন সাধারণত ব্যক্তিগত গাড়িতে চেপেই যান। এটাই যেন অলিখিত নিয়ম হয়ে গিয়েছে। ইচ্ছা না হলেও স্বচ্ছল না হওয়ার জেরে ব্যক্তিগত গাড়ি চাপতে পারেন না অনেকেই। তবে এবার বিপরীত ছবি দেখা গেল মুম্বইতে। এবার দেখা গেল মুম্বইয়ের এক ধনকুবের, রিয়েল এস্টেটের বিরাট উদ্যোগী নিরঞ্জন হীরানন্দানি মুম্বইয়ের লোকাল ট্রেন চেপে যাচ্ছেন। হিরানন্দানি গ্রুপের সহ প্রতিষ্ঠাতা ৭৩ বছর বয়সি ওই ব্যবসায়ীকে দেখা যায় লোকাল ট্রেনের জানালার ধারে বসে থাকতে।

মুম্বইয়ের লাইফলাইন হল লোকাল ট্রেন। বহু মানুষ এই লোকাল ট্রেনের উপর নির্ভরশীল। ট্রাফিক জ্যামে হাসফাঁস করা মুম্বইয়ের বড় ভরসা হল এই লোকাল ট্রেন।

এদিকে ইনস্টাগ্রামে একটা ভিডিয়ো শেয়ার করেছেন ওই ধনকুবের। তিনি মহারাষ্ট্রের থানের উল্লাসনগরে যাচ্ছিলেন। এসি লোকাল ট্রেনে ওঠেন তিনি। তাঁর সঙ্গে আরও সহযোগীরাও ছিলেন। এই ট্রেন চড়ার অভিজ্ঞতাকে বেশ ভালোই উপভোগ করেছেন তিনি। এসি কোচে রেল সফর। তিনি লিখেছেন, সময় বাঁচানোর জন্য ও যানজট থেকে বাঁচার জন্য এর থেকে ভালো কিছু আর হয় না।

 

সেই ভিডিয়োতে দেখা গিয়েছে একেবারে সাধারণ ট্রেন যাত্রীর মতোই তিনি এসি লোকাল ট্রেনে ওঠেন। এদিকে এত বড় উদ্যোগপতিকে এভাবে লোকাল ট্রেনে উঠতে দেখে হতবাক সহযাত্রীরা। ভিডিয়োর একাংশে দেখা যায় কয়েকজন ট্রেনযাত্রী এসে তাঁর সঙ্গে হাত মেলাচ্ছেন। তবে তিনি একেবারে সাধারণ যাত্রীর মতোই ট্রেন সফর করেন।

তাঁর এই ট্রেন সফরকে তিনি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখেছেন। তবে এভাবে ধনকুবেরের লোকাল ট্রেন সফর দেখে হতবাক অনেকেই। কয়েকজন লিখেছেন, একেবারে মাটির কাছাকাছি। অপরজন লিখেছেন, আপনার মতো আরও মানুষ দেশের প্রয়োজন। অপরজন লিখেছেন, হয়তো আপনার সঙ্গে কোনও দিন দেখা হয়ে যাবে।

অপর একজন লিখেছেন বড় ব্যবসায়ীরা লোকাল ট্রেনে উঠুন। তাহলে দুষণ রুখতে বড় কিছু করা যাবে। দেশের পরিকাঠামো বৃদ্ধিতে এবার বড় কিছু করা যেতে পারে।